বিস্তীর্ণ তীর্থমুখ ২ মাস বিদ্যুৎহীন, ক্ষোভের মুখে এসডিএম

 বিস্তীর্ণ তীর্থমুখ ২ মাস বিদ্যুৎহীন, ক্ষোভের মুখে এসডিএম
এই খবর শেয়ার করুন (Share this news)

টানা দুই মাস যাবৎ করবুক ব্লকের অন্তর্গত নিউ গোমতী এডিসি ভিলেজ ও মুখছড়ি এডিসি ভিলেজে বিদ্যুৎ পরিষেবা সম্পুর্নভাবে বন্ধ। যার প্রতিবাদে মঙ্গলবার তীর্থমুখ এলাকায় পথ অবরোধে শামিল হয় । এলাকার শতাধিক নারী – পুরুষ । তুলতে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়তে হয় মহকুমাশাসক পাৰ্থ দাস সহ অন্য আধিকারিকদের । টানা সাত ঘন্টার পথ অবরোধের ফলে নিত্যযাত্রী সহ যানচালক এবং রাজ্য ও বহিঃরাজ্য থেকে আগত পর্যটকদের সীমাহীন দুর্ভোগের শিকার হতে হয় । রাজ্যের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি যে স্থানে গড়ে উঠেছে , সেই তীর্থমুখ এলাকা সহ পার্শ্ববর্তী এলাকায় বিগত দুই মাস যাবৎ বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন । শুনতে অবাক লাগলেও হিরার রাজ্যে এটাও সম্ভব । বিদ্যুৎ নিগমের অকর্মন্যতার জন্য দুটি এডিসি ভিলেজের প্রায় দেড় হাজার জনজাতি পরিবার টানা দুই মাস যাবৎ সীমাহীন কষ্ট ভোগ করছে । বিদ্যুৎ পরিষেবার জন্য নিগমের আধিকারিকদের কাছে বারবার আবেদন জানালেও এলাকাবাসীরা কথা পাত্তা দিতে নারাজ আবেদন নিগমকর্তারা । আজ হবে , কাল হবে বলে এলাকাবাসীরা সাথে দীর্ঘ দুই মাস যাবৎ টালবাহানা করছে বলে অভিযোগ । গত এক সপ্তাহ আগে নিগম থেকে বরাত পাওয়া এক ঠিকাদার এলাকাবাসীদের জানায় এলাকাবাসী যদি সাহায্য করে তাহলে দু’দিনের মধ্যে এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে । ঠিকাদারের কথা শুনে এলাকার প্রায় দুই শতাধিক মানুষ জঙ্গল কাটা থেকে শুরু করে বৈদ্যুতিক খুঁটি লাগানো এবং তার টানার কাজে হাত লাগায় । যে সমস্ত পরিবার থেকে শ্রম দিতে পারছে না , তাদের কাছ থেকে নগদ দুশ টাকা করে সংগ্রহ করা হয় ।

সোমবার দুপুরে লাইন সংস্কারের কাজ শেষ হওয়ার পর বিকালে এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা ছিল । কিন্তু রাত পেরিয়ে সকাল হলেও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়ায় মঙ্গলবার সকাল ছয়টা থেকে তীর্থমুখ শিলছড়ি ব্রিজের সামনে শতাধিক মানুষ পথ অবরোধে শামিল হয়েছেন । যতনবাড়ি থেকে মন্দির ঘাট যাতায়াতের প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়ার ফলে রাস্তার দু’ধারে আটকে পড়ে বহু যানবাহন । অবরোধের ফলে ডম্বুর জলাশয় থেকে সংগ্রহ করা মাছ নিয়ে আটকে পড়া ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় । এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটাস্থলে ছুটে আসেন করবুক মহকুমাশাসক পার্থ দাস করবুক ব্লকের বিডিও ডেভিড হালাম পূর্ত দপ্তরের যতনবাড়ি সাব ডিভিশনের এসডিও সুমিত দেববর্মা , পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মহকুমা আধিকারিক সহ বিদ্যুৎ নিগমের যতনবাড়ি উপভুক্তির সিনিয়র ম্যানেজার প্রমুখরা । মহকুমাশাসক সহ আধিকারিকদের প্রশাসনের আন্দোলনকারীদের চরম বিক্ষোভের মুখে পড়তে হয় । আন্দোলনকারীরা অভিযোগ করেন , বিগত দুই মাস যাবৎ বিদ্যুতের বেহাল অবস্থার কারণে তাদের জনজীবন বিপন্ন হয়ে থাকলেও প্রশাসনের কোনও আধিকারিক একবারের জন্যও খোঁজখবর নেননি । পথ অবরোধ হওয়ায় এলাকাবাসীর সাথে দেখা করার কথা মনে পড়েছে প্রশাসনের আধিকারিকদের। তাই প্রথম অবস্থায় আন্দোলনকারীরা প্রশাসনের সাথে কোনওরকম আলোচনায় আসতে রাজি ছিল না । আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচির সামনে মহকুমাশাসকও যেন একপ্রকার নিরুপায় হয়ে পড়েন । এদিকে দীর্ঘ সময় যাবৎ চলতে থাকা এই পথ অবরোধের ফলে রাজ্য এবং বহিঃরাজ্য থেকে আগত বেশ কয়েকটি পর্যটকের গাড়ি অবরোধে আটকে পড়ে । এরমধ্যে পশ্চিমবঙ্গ থেকে আগত দুইজন পর্যটক দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অবরুদ্ধ থেকে আবার ফিরে যেতে বাধ্য হয় । মঙ্গলবার উদয়পুর ও আগরতলা থেকে আগত বেশ কয়েকটি পর্যটক দলের পক্ষে ডম্বুর জলাশয় ও নারিকেল কুঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সৌভাগ্য হয়নি । আন্দোলনকারীদের ক্ষোভ প্রশমিত করতে করবুক মহকুমা প্রশাসনকে আট ঘন্টারও বেশি সময় লেগে যায়। আগামী পাঁচ দিনের মধ্যে এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে বলে মহকুমাশাসক পার্থ দাসকে মুচলেকা দিতে হয় । পাশাপাশি নিউ গোমতী এডিসি ভিলেজ এবং মুখছড়ি এডিসি ভিলেজে মোবাইল টাওয়ার বসানো , পানীয় জল পরিষেবা এবং রাস্তাঘাট সংস্কার করার জন্য মহকুমাশাসকের কাছে এলাকাবাসীদের পক্ষ থেকে দাবি জানানো হয় ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.