কৃষকের ঝিঙে ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতীকারীরা
অনলাইন প্রতিনিধি :-রাতের আঁধারে কৃষকের ঝিঙে গাছ কেটে নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা। ঘটনা সোনামুড়া থানাধীন গরুর বান্দ এলাকায়।কৃষক হরিপদ দাস দুই ছোট্ট শিশু স্ত্রী পরিবার নিয়ে অসহায় ভাবে দিন কাটাচ্ছেন। আয়ের একমাত্র উৎস কৃষি। কৃষি কাজ করে কোন রকমে সংসার প্রতিপালন করে যাচ্ছেন। এমনিতে এখন ঝিঙে ফসলের মরশুম নয়। তবে অসময়ে চাষ করে বিগত দিনে হতিপদ দাস কিছুটা লাভের মুখ দেখেছিলেন। শরীরের ঘাম ঝরিয়ে দিনরাত পরিশ্রম করে সাড়ে তিনশোর উপরে ঝিঙ্গা গাছ রোপন করেছিলেন তিনি। হয়তোবা আর এক মাস পরে এই ঝিঙ্গার ফল বের হতো। কিন্তু মঙ্গলবার রাতে দুষ্কৃতিকারীরা ঝিঙ্গা গাছ ক্ষেত থেকে তুলে নিয়ে যায়। এতে করে বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন ওই কৃষক।