অমর একুশ ফেব্রুয়ারি উদযাপন!
অনলাইন প্রতিনিধি :-একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এই দিনেই বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবির আন্দোলনে পাকিস্তানি আঘাত বাহিনীর গুলিতে রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। মাতৃভাষা বাংলার স্বীকৃতির দাবিতে সেদিন কোটি কোটি বাঙালি তপ্ত বুলেটের সামনে বুক চিতিয়ে দিয়েছিলেন। বহু শহীদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা পেয়েছে স্বীকৃতি। আজ তাদেরই স্মরন করা হয় শ্রদ্ধার সাথে। ভাষা দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয়
বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলা টাউন হলে। দিনটিকে স্মরণে রেখে আয়োজন করা হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে বিভিন্ন ভাষা গোষ্ঠীর ছাত্র ছাত্রীরা তাদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বাংলাদেশ সহকারি হাইকমিশনার আরিফ মোহম্মদ,শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার,শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা , তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা।উপস্থিত ছিলেন শহরের বিশিষ্টজনেররা এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা।