জম্মু-কাশ্মীরে ভয়ঙ্কর ধসে আটকে হাজার হাজার পর্যটক!!
অনলাইন প্রতিনিধি :-বুধবার জম্ম-কাশ্মীরের রামবান জেলায় ভয়াবহ ধস নেমেছে। ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। আটকে পড়েছে শতাধিক গাড়ি। কয়েক হাজার পর্যটক। মাঝ রাস্তায় কাটালেন রাত। জাতীয় সড়কের বিভিন্ন অংশে পাহাড় থেকে গড়িয়ে পড়তে থাকে বোল্ডার-পাথর। জায়গায় জায়গায় ধস নামার ফলে ২৭০ কিলোমিটার দীর্ঘ জম্মু-শ্রীনগর হাইওয়ের বিভিন্ন স্থানে আটকে পড়ে পর্যটকদের গাড়ি। এই রাস্তাই যেহেতু গোটা দেশের সঙ্গে কাশ্মীরকে জুড়েছে, তাই ধসে কার্যত বিচ্ছিন্ন দ্বীপ হয়ে গিয়েছে উপত্যকা।