যুদ্ধ বিরোধী দিবস!
অনলাইন প্রতিনিধি :-বিশ্বব্যাপী যুদ্ধের পরিস্থিতিতে জার্মানীর মার্কসবাদী -লেনিনবাদী দলের উদ্যোগে ইন্টারন্যাশানেল কোঅর্ডিনেশন অব রেভোলিউশানারী পার্টিস গড়ে উঠেছে। এস ইউ সি আই (সি) এই আন্তর্জাতিক প্লেটফর্মে সামিল হয়েছে। এই সংগঠন প্যালেস্টাইন ও ইউক্রেনের উপর যুদ্ধ বন্ধ করার দাবিতে ২৪-ফেব্রুয়ারি বিশ্বব্যাপী “যুদ্ধ বিরোধী দিবস’ পালন করার ডাক দিয়েছে। এই আহ্বানে সাড়া দিয়ে এস ইউ সি আই (সি) ভারতবর্ষের প্রতিটি রাজ্যের রাজধানীতে এই দিনটি “যুদ্ধ বিরোধী দিবস” হিসাবে পালন করছে। তারই অঙ্গ হিসাবে শনিবার বটতলা এক বিক্ষোভ কর্মসূচি ও সভার আয়োজন করে এসইউসিআই ত্রিপুরা রাজ্য কমিটি।