ভোটের মুখে মথা-কংগ্রেসের বৈঠক ঘিরে রাজ্যজুড়ে গুঞ্জন!!
অনলাইন প্রতিনিধি:-আরও একবার চাপের রাজনীতি শুরু হলো রাজ্য রাজনীতিতে। বিগত বিধানসভা নির্বাচন ছাড়াও শাসক বিজেপিকে চাপে ফেলতে এমন একাধিকবারই বিরোধী শক্তিগুলিকে একে অপরের সাথে কাঁধে কাঁধ মেলাতে দেখা গিয়েছে।কখনও প্রকাশ্যে,কখনও ছায়াসঙ্গী হয়ে।শুক্রবার এমনই এক ছবি আরও একবার দেখা গেলো রাজ্য বিধানসভা চত্বরে।বিরোধী সিপিএমকে এক্ষেত্রে দেখা না গেলেও বেশ কিছুক্ষণ সময় রুদ্ধদ্বার বৈঠকে এদিন বিরোধী দলনেতার কক্ষে দেখা গিয়েছে টিটিএএডিসির প্ল্যানিং কমিটির চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মণ সহ পিসিসি সভাপতি এবং বিধায়ক সুদীপ রায় বর্মণকে।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে এদিন সন্ধ্যারাতে কী এমন আলোচনা হলো বৈঠকে?বৈঠকশেষে খোলসা করে তেমন কিছুই জানা যায়নি।তবে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বললেন, রাজ্যে জনজাতিদের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেসব দিক থেকে উদ্যোগ নিয়েছিলেন মূলত এসব দিক নিয়েই আরও একবার আলোচনা হয় তাদের সাথে।তিনি জানান, শনিবারই পিসিসি সভাপতি দিল্লীতে গিয়ে শীর্ষ নেতৃত্বদের সাথে এ ব্যাপারে আলোচনা করবেন। আসন সমঝোতা কিংবা অ্যালায়েন্স নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা এ নিয়ে অবশ্য কিছুই বললেন না বিরোধী দলনেতা।তবে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে এ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
পিসিসি সভাপতি আশিস কুমার সাহা এদিন বৈঠকশেষে সাংবাদিকদের সামনে বলেন, রাজনৈতিক বিভিন্ন দিক নিয়েই আলোচনা হয়।ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতেও সহযোগিতা চাওয়া হয়।তার কথায়,বিজেপিকে পরাস্ত করতে যা যা করণীয় আমরা তার সবটাই করবো।তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণের সাথেও এদিন আলোচনা হয়। উভয়ের মধ্যে এদিন যেসব আলোচনা হয় আমরা তার সবটাই শনিবার দিল্লীতে গিয়ে স্ক্রিনিং কমিটির বৈঠকে তুলে ধরবো।বিধায়ক সুদীপ রায় বর্মণ বললেন, বামেদের সাথেও প্রাথমিকভাবে আলোচনা হয়েছে।তবে শাসক বিজেপি নির্বাচনের আগে তাদের যেসব প্রতিশ্রুতি দেয় এর ছিটেফোঁটাও পরিলক্ষিত হয়নি। আমরা তাদের এসব বিষয়ও গুরুত্ব সহকারে দেখছি।