সাংসদ পদে ইস্তফা! বিজেপি ছাড়ছেন গম্ভীর?প্রাক্তন ক্রিকেটারের পোস্টে জল্পনা।।
অনলাইন প্রতিনিধি :-রাজনৈতিক ইনিংসে ইতি টানলেন গৌতম গম্ভীর! ছাড়ছেন সাংসদ পদও।শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে তাঁর পোস্ট ঘিরে শুরু হল তুমুল জল্পনা। প্রাক্তন ক্রিকেটার তথা পূর্ব দিল্লির সাংসদ জানিয়েছেন, রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি চান। মআগামী দিনে ক্রিকেটেই মন দেওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।