মঙ্গলবার,রাজ্যে আসছেন বিপ্লব দেব!!

 মঙ্গলবার,রাজ্যে আসছেন বিপ্লব দেব!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের নির্ঘন্ট ঘোষণার আগেই বিজেপি সারাদেশে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে।ঘোষিত প্রথম তালিকাতেই ত্রিপুরার পশ্চিম আসনে বিজেপি প্রার্থীর নাম রয়েছে।একেবারে চমক দিয়ে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী করেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে।অথচ তার নাম প্রার্থী হিসাবে আলোচনাতেই আসেনি। প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর আগামীকাল প্রথম রাজ্যে আসছেন সাংসদ শ্রীদেব।দিল্লী থেকে দুপুরে তিনি আগরতলা আসছেন।তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে ইতোমধ্যে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।


জানা গেছে, বিমানবন্দর থেকে তাকে যুব মোর্চার কর্মীরা বিশাল বাইক ও গাড়ির র‍্যালি করে শহরে নিয়ে আসবে।বিমানবন্দরে উপস্থিত থাকবেন যুব মোর্চা ও মহিলা মোর্চার কর্মী সমর্থকরা।জানা গেছে, দলের অন্যান্য মোর্চার নেতা-নেত্রী, রাজ্য নেতৃত্ব এবং একাধিক বিধায়ক,মন্ত্রীও বিমানবন্দরে উপস্থিত থাকবেন। এককথায় শ্রীদেবকে স্বাগত জানানোর জন্য জম্পেশ আয়োজন করা হচ্ছে। জানা গেছে, বিমানবন্দর থেকে বিপ্লব কুমার দেব প্রথমে কৃষ্ণনগর দলের প্রধান কার্যালয়ে যাবেন।সেখানে বিকাল তিনটায় সাংবাদিক সম্মেলন করবেন।সাংবাদিক সম্মেলন শেষে তিনি যাবেন উদয়পুর জামজুরি নিজ বাড়িতে। সেখানে তার প্রয়াত পিতার প্রতিকৃতিতে মাল্যদান করবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর যাবেন ত্রিপুরেশ্বরী মাতাবাড়িতে।মায়ের দর্শন শেষে ফিরবেন আগরতলায়। রাতে দলীয় নেতৃত্বদের সাথে বৈঠক করবেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.