সৌরভের ট্যুইট বার্তায় তোলপাড় ক্রিকেট দুনিয়া
সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক ট্যুইট ঘিরে -তোলপাড় গোটা বিশ্ব । ওই ট্যুইটে তার বার্তা , আজ আমি এমন কিছু শুরু করার পরিকল্পনা করছি , আমার মনে হয় যা থেকে সম্ভবত অনেক মানুষের উপকার হবে । আশা করি জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করার সময় আপনাদের সবার সমর্থন পাবো । ১৯৯২ সাল থেকে ক্রিকেটের সঙ্গে যুক্ত আমি । ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে । ক্রিকেট থেকেই আপনাদের সমর্থন পেয়েছি । আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি । আজ আমি যেখানে , সেটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে । এখন আমি এমন কিছু করতে চাই যা মানুষের সাহায্যে লাগবে । ‘ 2022_marks the 30th year since the start of my journey with cricket in 1992. Since then , cricket has given me a lot , Most importantly , it has given me the support of all of you . I want to thank every single person who has been a part of the journey , supported me , and helped me reach where I am today . Today , I am planning to start something that I feel will probably help a lot of people . I hope you continue your support as I enter this chapter of my life .
‘ মহারাজের এই ট্যুইটে স্তম্ভিত গোটা ক্রিকেট দুনিয়া । তাহলে কি বিসিসিআই সভাপতির পদ ছেড়ে দিলেন দাদা ? ট্যুইট বার্তায় পরিষ্কার নয় বিষয়টি । বিসিসিআই সচিব জয় শাহ অবশ্য জানিয়েছেন , বোর্ড সভাপতির পদ থেকে পদত্যাগ করেননি সৌরভ গঙ্গোপাধ্যায় । নতুন কী পরিকল্পনা দাদা নিতে চলেছেন , সেনিয়েও স্পষ্ট কোনও বার্তা নেই ওই ট্যুইটে । আগামী অক্টোবরে বোর্ড সভাপতি পদ থেকে এমনিতেই সরতে হবে সৌরভকে । গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল ,আইসিসির চেয়ারম্যান হতে চলেছেন তিনি । কিন্তু মানুষের সেবায় লাগবে এমন কী পরিকল্পনা দাদা নিতে চলেছেন , তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা । তবে কি দাদা শেষ পর্যন্ত রাজনীতির মঞ্চে অবতীর্ণ হতে চলেছেন । সৌরভ এবং রাজনীতি – এই দুটি বিষয় নিয়ে গত কয়েক বছর ধরে চলছে চর্চা । গত বছরই এই রাজনৈতিক চর্চার মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন মহারাজ । তার শরীরে বসাতে হয় তিনটি স্টেইন । রাজনীতিতে কি সত্যি আসছেন সৌরভ এ নিয়ে অবশ্য কোনও তথ্যই নেই কারোর কাছে । শুধু উত্তর দিতে পারেন যিনি সেই সৌরভ , বুধবার বিকেলে বেহালার বাসভবনে বিন্দাস সময় কাটালেন টিভি দেখে । তবে দাদার ঘনিষ্ঠ মহলের যুক্তি , দাদার নতুন পরিকল্পনার মধ্যে কী আছে – তা আমরা না জানলেও এটা পরিষ্কার , দাদা যাই করুন না কেন , এখনই রাজনীতিতে আসছেন না । হলেও হতে পারে , এটা এক ব্যবসায়িক চমক । রাতে সৌরভ প্রচার মাধ্যমের সামনে এসে জানিয়েও দিলেন , এটা একটা ব্র্যাণ্ড প্রমোশনাল পোস্ট । পড়াশোনার একটা অ্যাপের প্রচারের জন্য এই ট্যুইট ।