বাম কৃষক সংগঠনের গন অবস্হান!!
অনলাইন প্রতিনিধি :-সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে কৃষকদের অধিকার রক্ষায় আগামী ১৪ই মার্চ দিল্লিতে আয়োজিত হবে মহা পঞ্চায়েত আন্দোলন। তারই সমর্থনে সোমবার আগরতলা ওরিয়েন্ট চৌমুহনীতে দুই ঘন্টার গন অবস্থান কর্মসূচী পালন করে সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটি।গন অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন,সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটির কনভেনার পবিত্র কর।তাছাড়াও উপস্থিত ছিলেন কৃষক নেতৃত্ব ভানু লাল সাহা,সি আই টি ইউ রাজ্য সভাপতি শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা।