ফটিকরায়ে বালাজী মন্দিরের উদ্বোধন!!
অনলাইন প্রতিনিধি :-ঊনকোটি জেলার ফটিকরায় বিলাসপুর গ্রামের পেচারডহর এলাকায় সিঙ্গেরি সারদা বালাজী মন্দির উদ্বোধন হলো সোমবার। নানা ধর্মীয় আচার ও পরম্পরার মাধ্যমে মন্দিরের উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের রাজ্যপাল এল এ গনেশান, মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী সুধাংশু দাস, রাজ্য সরকারের বিশেষ সচিব অভিষেক চন্দ্র, শ্রী সারদা পীঠম সিঙ্গেরির চিফ এডভাইজার পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ডঃ ভি আর গৌরিশংকর, সারদা পীঠমের সিইও পি এ মুরলি সহ আরও অনেকে।