কেকেআরে বাংলার ক্রিকেটার, দাবি তুলবেন সিএবি সভাপতি

 কেকেআরে বাংলার ক্রিকেটার, দাবি তুলবেন সিএবি সভাপতি
এই খবর শেয়ার করুন (Share this news)

কেকেআর টিমে নেই কোনও বাংলার ক্রিকেটার নেই কোনও বাঙালি ক্রিকেটারও । সদ্য সমাপ্ত পনেরোতম আইপিএলে কেকেআরের ব্যর্থতার পর এই বিষয়গুলি বাংলার মানুষের মধ্যে ভীষণভাবে আলোচিত হচ্ছে । বাংলার ক্রিকেট মহল মনে করে যে , কলকাতার নামে যে দল গঠন করা হয়েছে সেই দলে কেন নেই বাংলা বা বাঙালি কেউ ? অভিযোগ , মুখে কলকাতার দল বলে নিজেদের ঘোষণা করে কেকেআর । কিন্তু নামেই কলকাতার দল । বাংলা উপেক্ষিত এই দলে । বিশেষ করে সিইও ভেনকী মাইসোর আসার পর থেকে দলে বেড়েছে দক্ষিণ ভারতীয় ক্রিকেটারদের প্রভাব । এবার বাংলার ক্রিকেটারদের স্বার্থে এগিয়ে এলেন সিএবির সভাপতি অভিষেক ডালমিয়া কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট যাতে আসন্ন আইপিএলে আরও বেশি করে বাংলার ক্রিকেটারদের সুযোগ দেয় , সেই দিকটা নিশ্চিত করতে চান অভিষেক ডালমিয়া । এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় , লক্ষ্মীরতন শুক্ল , ঋদ্ধিমান সাহা , দেবব্রত দাস , মনোজ তিওয়ারির মতো ক্রিকেটারদের কেকেআর – এর জার্সি গায়ে দেখা গিয়েছে ।

কিন্তু ইদানীং কলকাতা দলে বাংলার ক্রিকেটারদের দেখা যাচ্ছে না । আসলে দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতা নাইট রাইডার্স টিমের মধ্যে একটা ট্রেন্ড দেখা গেছে , তারা নিজেদের দলে খুব কম সংখ্যক বাংলার ক্রিকেটারদের সুযোগ দিয়েছে ।কোনও কোনও মরশুমে তো বাংলার কোনও ক্রিকেটারকেই তারা সুযোগ দেয় না । এবার বাংলা ক্রিকেটারদের জন্যই এগিয়ে এলেন বিএসির সভাপতি অভিষেক ডালমিয়া । চলতি আইপিএলে বাংলার তারকা ক্রিকেটাররা প্রমাণ করেছে যে তারাও কারোর থেকে কম নয় । ঋদ্ধিমান সাহা থেকে মহম্মদ শামি , এছাড়াও তালিকায় রয়েছেন শাহবাজ আহমেদের নাম । প্রত্যেকেই নিজেদের আইপিএলে প্রমাণ করেছেন । তবে তারা কেউই কেকেআর এর দলের হয়ে খেলেননি । এমন অবস্থায় কলকাতা নাইট রাইডার্সও বাংলার কোনও ক্রিকেটারকে সুযোগ দেয়নি । এবার তাই কেকেআর কর্তাদের কাছে এই বিষয়টি তুলে ধরবেন সিএবির সভাপতি । এমন অবস্থায় সিএবির সভাপতি জানিয়ে দিলেন , তিনি শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন । অভিষেক ডালমিয়া জানিয়েছেন , আমরা কেকেআর দলে আরও বেশি করে বাংলার ক্রিকেটারদের দেখতে চাই । আমি এই বিষয়টা তুলে ধরব । ট্যালেন্ট সার্চ কমিটি এই বিষয়টা দেখবে যাতে বাংলার উপযুক্ত ছেলেরা কেকেআর দলে জায়গা পায় । এই মুহূর্তে ভারতবর্ষের ঘরোয়া ক্রিকেটে বাংলা ধারাবাহিক দল । কেকেআরে এমন অনেক অযোগ্য ক্রিকেটার রয়েছেন যাদের তুলনায় বাংলা দলের ক্রিকেটারদের যোগ্যতা বেশি । আর অপেক্ষা সহ্য করতে রাজি নয় সিএবি ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.