ভোটের মুখে চাকরি হারাচ্ছে প্রচুর নিরাপত্তা কর্মী!!
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৩ মার্চ থেকে আগরতলা আই জি এম হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। ১৩ মার্চ থেকে তাদের আর কাজে আসতে হবে না। এই কথা তাদের জানিয়ে দেওয়া হয়েছে। এরা এজেন্সির মাধ্যমে নিযুক্ত হয়েছিল। সেই এজেন্সির টেন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় নতুন করে টেন্ডার আহ্বান করা হয়েছে। সেই মতো এখন নতুন এজেন্সিকে বরাত দেওয়া হয়েছে। ফলে পূর্বের এজেন্সির নিযুক্ত কর্মীদের চাকরি এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এই নিয়ে সিকিউরিটি কর্মীরা মঙ্গলবার আই জি এম হাসপাতালের সুপারের সাথে সাক্ষাৎ করে তাদের বক্তব্য তুলে ধরেন। অনুরোধ জানান, বিষয়টা দেখার জন্য। সুপার আশ্বাস দিয়েছেন বিষয়টি দেখবেন বলে।।