কার ভুলে এই কান্ড??

 কার ভুলে এই কান্ড??
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ নির্মাণের প্রথম কিস্তির টাকা চলে গেছে বহিঃরাজ্যের অন্য একজনের ব্যাঙ্ক একাউন্টে। দুই বছর অতিক্রান্ত হওয়ার পরেও প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ নির্মাণের প্রথম কিস্তির টাকা জমা হয়নি অমরপুর আর ডি ব্লকের অধিন মৈলাক গ্রাম পঞ্চায়েতের নজরুল কলোনির বাসিন্দা, প্রয়াত হানিপ মিঞার স্ত্রী রফেজা বেগমের ব্যাঙ্ক একাউন্টে।
২০২২ সালে হতদরিদ্র রফেজা বেগমের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর মঞ্জুর হয়। সেসময় মৈলাক গ্রাম পঞ্চায়েতে অন্যান্য ঘর প্রাপক সুবিধাভোগীদের ব্যাঙ্ক একাউন্টে প্রথম কিস্তির টাকা জমা হলেও, রফেজা বেগমের ব্যাঙ্ক একাউন্টে কোন প্রকার টাকা পয়সা জমা হয়নি। কিস্তির টাকা পেতে একবার ব্যাঙ্কের দরজায়, একবার পঞ্চায়েতের দড়জায়, ঘুরতে থাকেন। সমস্ত বিষয়টি অমরপুর আরডি ব্লকের বিডিওকেও জানানো হয়। কিন্তু ঘর নির্মাণের প্রথম কিস্তির অর্থ আজো পাননি রফেজা বেগম। ফলে ঘর নির্মাণ মাঝপথে আটকে আছে। নির্মান সামগ্রীও নষ্ট হয়ে যাচ্ছে। রফেজা বেগম আক্ষেপের সাথে বলেন, এইজন্মে বোধহয় আর তার সরকারি ঘরে বসবাস করা হবে না। প্রশ্ন হচ্ছে, এই দায় কার? কার বা কাদের ভুলে এই কান্ড?

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.