বিমান অবতরণে যান্ত্রিক সুবিধা চালু আজ, টিকিট চড়া মূল্যেই!!
অনলাইন প্রতিনিধি :-অবশেষে প্রায় এক বছর পরে বিমান অবতরণের যান্ত্রিক সুবিধা ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস)বৃহস্পতিবার থেকে পুনরায় চালু হচ্ছে। এদিকে আগরতলা থেকে কলকাতায় যাওয়ার টিকিট মূল্যও এখনও অস্বাভাবিক। আইএলএস সুবিধা আগেও বিমানবন্দরে চালু ছিলো। কিন্তু যন্ত্রটি ১২ বছরের বেশি পুরানো ছিলো।এই যন্ত্র দিয়ে অবতরণ ব্যবস্থা চালু রাখা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বলে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া কর্তৃপক্ষ যন্ত্রটি বাতিল করেছেন।পুরানো যন্ত্র সরিয়ে রানওয়ের উত্তর দিকে সেই জায়গায় নতুন যন্ত্র অর্থাৎ আইএলএস যন্ত্র বসানো হয়। ১ কোটি টাকার উপর ব্যয়ে নতুন যন্ত্র বসানো হয়।গত বছর এপ্রিল থেকে যন্ত্র বসানোর কাজ শুরু হয়।যন্ত্র বসানোর পর সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করার পর ২১ মার্চ বৃহস্পতিবার থেকে যন্ত্র পুনরায় চালু করা হচ্ছে। দিল্লীর কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রক থেকে ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম পুনরায় বৃহস্পতিবার থেকে চালু করার অনুমতি ও ছাড়পত্র দেওয়া হয়। একবছর বন্ধ থাকার পর বিমান অবতরণের ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বৃহস্পতিবার থেকে চালু হলো।ঘন কুয়াশা, ঝড়-বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিমান চালককে রানওয়েতে বিমান অবতরণ করাতে আগের মতো সমস্যায় পড়তে হবে না।দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ন্যূনতম ৮০০ মিটার দৃশ্যমানতায় রানওয়েতে বিমান অবতরণ করাতে পারবেন বিমান চালক।গত এক বছর ধরে ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমের সুবিধা বন্ধ থাকায় ঘন কুয়াশা,ঝড়- বৃষ্টি তথা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রানওয়েতে বিমান অবতরণে স্বাভাবিক দৃশ্যমানতা না পাওয়ায় অবতরণে প্রচণ্ড সমস্যায় পড়তে হয়েছে বিমান চালককে।ন্যূনতম ১৫০০ মিটার দৃশ্যমানতায় বিমান অবতরণ করাতে হয়েছে। তাতে অবতরণ করাতে না পেরে চালককে অবতরণে অপেক্ষায় এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের নির্দেশে আকাশে বিমান চালককে বিমান নিয়ে বারবার চক্কর কাটতে হয়েছে।কোনও সময় অবতরণ করাতে না পেরে চালক পুনরায় বিমান নিয়ে কলকাতা বা গুয়াহাটি বিমানবন্দরে ফিরে যান। কোনও সময় বিমান বিলম্বিত হয়েছে, আবার কোনও সময় বিমান বাতিল করা হয়েছে। তাতে বিমান যাত্রীদের প্রচণ্ড বিড়ম্বনায়ও দুর্ভোগ পোহাতে হয়েছে।এদিকে গত কদিন ধরে আগরতলা থেকে কলকাতা বিমানে কিছুটা যাত্রী ভিড় দেখা দেওয়ায় সেই সুযোগে এয়ারলাইন্সগুলি যাত্রী ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি করেছে।গত কদিন ধরে কলকাতায় যাওয়ার একদিন বা দু’তিন দিন আগে টিকিট নিলে টিকিটের মূল্য গলাকাটা নিচ্ছে বলে ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ।আগরতলা থেকে অল্প দূরত্বের, অল্প সময়ের রুটে বিমানে অস্বাভাবিক চড়া ভাড়া নেওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগ ও বিপাকে পড়েছেন। এখন কোনও দিনের ভাড়া ৭ হাজার টাকা আবার কোনও দিনের ভাড়া ৮ হাজার টাকা, ৯ হাজার টাকা নেওয়া হচ্ছে। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমান এই রুটে চালু থাকায় মর্জিমাফিক ভাড়া নিচ্ছে বলেও যাত্রীদের অভিযোগ, রাজ্যের মানুষ বহিঃরাজ্যে উন্নত চিকিৎসা, উচ্চ শিক্ষা লাভে, চাকরির ইন্টারভিউ ইত্যাদি নানা গুরুত্বপূর্ণ কাজে বিমানে যাতায়াত করতে হচ্ছে।কেউ সখে বিমান চড়েন না।এখন রাজ্যের বহু ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের বিভিন্ন বিএড কলেজে পরীক্ষা দেওয়ার জন্য বিমানে কলকাতা যেতে কিছুটা ভিড় দেখা দেয়।গলা কাটা ভাড়া দিয়ে অসহায় পরীক্ষার্থীরা বিমানে যাচ্ছেন। বিমান ভাড়া নির্ধারণের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের না থাকায় এয়ারলাইন্সগুলি সেই সুযোগ নিয়ে নির্বিবাদে চড়া ভাড়া নিচ্ছে বলে অভিযোগ।কেন্দ্রীয় সরকার ও তার অধীনস্ত মন্ত্রক রহস্যজনকভাবে নির্বিকার ও চরম উদাসীনতার ভূমিকা পালন করায় এয়ারলাইন্সগুলি মর্জিমাফিক ভাড়া নির্ধারণ করে অসহায় যাত্রীর পকেট কাটছে বলে ক্ষুব্ধ যাত্রীর অভিযোগ।