খাদ্যে বিষক্রিয়া আচমকা অসুস্থ হয়ে পড়লেন বিপ্লব দেব!!
অনলাইন প্রতিনিধি :-লোকসভা ভোটের মুখে খাদ্যে বিষক্রিয়ার কারণে বুধবার আচমকাই মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই অসুস্থতার কারণে বুধবার তার সমস্ত কর্মসূচি বাতিল করতে হয়েছে।যদিও এদিন সকালে তিনি ভগৎ সিং যুব আবাসে দলের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তার চিকিৎসা চলছে জানা গেছে, মঙ্গলবার নির্বাচনি প্রচারে বেরিয়ে দুপুরে বাইরে কোথাও খাওয়াদাওয়া করেছেন। ধারণা করা হচ্ছে সেখান থেকে কোনও সমস্যা হয়েছে।