ভারতরত্ন সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান!!
অনলাইন প্রতিনিধি :-রাজ্যে রক্তের সংকট দূর করতে রাজ্যবাসীর প্রতি রক্ত দানে এগিয়ে আসার আহবান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সেই ডাকে সাড়া দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা ইত্যাদির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভারতরত্ন সংঘের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক, প্রাক্তন বিধায়ক ডা: দিলিপ দাস সহ অন্যান্যরা।এদিন প্রায় ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাবগুলোর উদ্দেশ্যে রক্তদান শিবিরের পাশাপাশি নেশামুক্ত ত্রিপুরা গঠনের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা গ্রহণের আহবান জানান মন্ত্রী টিঙ্কু রায়।