নতুনভাবে তৈরি হচ্ছে আনন্দ

 নতুনভাবে তৈরি হচ্ছে আনন্দ
এই খবর শেয়ার করুন (Share this news)

জাতীয় ক্রিকেট একাডেমিতে গেলে বিশেষজ্ঞ কোচদের কাছ থেকে অনেক কিছু যেমন জানা যায় তেমনি শেখাও যায় অনেক কিছু । তাছাড়া , নিজের ভুলত্রুটিগুলি শুধরে নিজেকে আরও তৈরি করা যায় এনসিএর নাগপুর ক্রিকেট একাডেমিতে গিয়ে ঠিক এমনই অনুভব হলো রাজ্যের প্রতিভাবান ব্যাটার আনন্দ ভৌমিকের । আগামীকালই একুশদিনের ক্যাম্প শেষ হচ্ছে আনন্দদের । এই ক’দিন এখানের কোচদের কাছে নাকি অনেক কিছুই জানার ও শেখার সুযোগ হয়েছে তার । দৈনিক সংবাদকে আনন্দ আরও জানায় , এতদিন তার ব্যাটিংয়ে তেমন কোনও বড় টেকনিকেল ত্রুটি না থাকলেও শট নেবার সময় মাথাটা সামনের দিকে পড়ে যেতো । এখানের কোচ জাকারিয়া জুফরি ( আসাম ) স্যার তার এই ভুলটা শুধরে দিয়েছেন । এখানের কোচিং শেষে গতকাল ও আজ দুটি ম্যাচ হয় । একটি দুদিনের ম্যাচ । তাতে রানআউট হয়ে যাওয়ায় তেমন রান পায়নি আনন্দ । তবে আজ একদিনের ম্যাচে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে নেমে একটা হাফ সেঞ্চুরি পেয়েছে । অর্ডারের তিন নম্বরে নেমে তার চেয়ে বড় কথা , স্যারের ধরিয়ে দেওয়া ভুল শুধরে নিজের ব্যাটিংয়ের উন্নতিও করে নিয়েছে । তা এদিনের ব্যাটিংয়ে সে বুঝতে পারে । তবে নিজের ব্যাটিংয়ের উন্নতি করার জন্য আনন্দ সবচেয়ে বেশি সাহায্য পেয়েছে তাদের কোচ গৌতম সোম স্যার থেকেই ।

ম্যাচের কোচিংয়ে এ বছর অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেটে বিহারের বিরুদ্ধে ১১১ এবং গোয়ার বিরুদ্ধে ৮০ রান করে । তাছাড়া , চারদিনের ম্যাচে ( কোচবিহার ট্রফি ) তার দুটি হাফ সেঞ্চুরি ছিল অন্ধ্রপ্রদেশ ও হায়দ্রাবাদের বিরুদ্ধে । তার বিশ্বাস , এখানে ( নাগপুরে ) একুশদিনের ক্যাম্পে পাওয়া কোচিং আগামী বছর জাতীয় ক্রিকেটে তার পারফরম্যান্সের উন্নতি করবেই । তবে পাশাপাশি আনন্দ আগরতলায় তার প্রথম কোচিং সেন্টার চাম্পামুড়া কোচিং সেন্টারের অবদানকেও অস্বীকার করছে না । এই সেন্টার থেকেই রাজ্যদলে খেলার সুযোগ পায় বলেও জানায় আনন্দ । আগামী তেসরা জুন থেকে পন্ডীচেরিতে বসছে এনসিএর অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট । তেসরা জুন থেকে এই টুর্নামেন্ট চলবে পয়লা জুলাই পর্যন্ত ।এদিকে , এই টুর্নামেন্টে তিন দলেই ত্রিপুরার প্রতিনিধি রয়েছে । যেমন এ দল নাগপুর একাডেমিতে রয়েছে আনন্দ ভৌমিক । দেবরাজ দে রয়েছে বেঙ্গালুরু দল । এটি সি দল। এছাড়া কেরালা একাডেমি বি দলে রয়েছে দুর্লভ রায় । এদিকে , রাজ্যের চতুর্থ ক্রিকেটার অকজিৎ দাস অবশ্য কোনও একাডেমি দলেই জায়গা করে নিতে পারেনি । জানা গেছে , এই টুর্নামেন্টে চারটি দুদিনের ম্যাচ থাকবে । এছাড়া , একদিনের ৫০ : ৫০ ওভারের ম্যাচ থাকবে চারটি । এই টুর্নামেন্টে যারা ভালো খেলবে তাদের জন্য আরও বড় মঞ্চে খেলার সুযোগ হতেও পারে । জাতীয় ক্রিকেট একাডেমির ওইসব সেন্টারের কোচদের কাছে অনেক কিছুই জানতে পারে ক্রিকেটাররা । তাছাড়া এতদিন ধরে তাদের মধ্যে যেসব টেকনিকেল ভুলত্রুটি ছিল সেগুলিও নাকি সবাই শুধরে নিয়েছে । উল্লেখ্য , গত নয় এপ্রিল এই ক্যাম্প শুরু হয়েছিল আজ একুশদিনের ক্যাম্প শেষ হয় ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.