মহিলা ওপেন একদিনের ক্রিকেট শুরু হচ্ছে ২৮শে!!
অনলাইন প্রতিনিধি :-ওপেন আমন্ত্রণমূলক মহিলা টি-২০ লীগ ক্রিকেটের ফাইনাল ম্যাচের পর তিনদিনের বিরতি দিয়ে আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে টিসিএর ওপেন আমন্ত্রণমূলক মহিলা ক্রিকেটের একদিনের টুর্নামেন্ট।টিসিএ সূত্রে এ খবর জানা গেছে।খবরে প্রকাশ যে, আগামী ২৪ মার্চ এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টিসিএর এবারের ওপেন আমন্ত্রণমূলক মহিলা টি২০ ক্রিকেটের ফাইনাল। ঠিক তিনদিনের বিরতি। তারপর ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে ওপেন আমন্ত্রণমূলক মহিলা ক্রিকেটের একদিনের টুর্নামেন্ট।জানা গেছে, আগামী ৬ এপ্রিল পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে।অর্থাৎ ১০ দিনের মধ্যেই শেষ করা হবে ওই ওপেন আমন্ত্রণমূলক
মহিলা ক্রিকেটের একদিনের টুর্নামেন্ট।প্রসঙ্গত টিসিএর ওপেন আমন্ত্রণমূলক মহিলা টি২০ লীগে ১২টি টিম অংশগ্রহণ করেছে।টিসিএ ওই ১২টি টিম নিয়েই ২৮ মার্চ থেকে শুরু করতে যাচ্ছে একদিনের টুর্নামেন্ট।সম্ভবত আগামী ২৩ মার্চ এই মহিলা ক্রিকেটের একদিনের টুর্নামেন্টের ক্রীড়াসূচি ঘোষণা করা হবে।টিসিএ সূত্রে জানা গেছে যে ২৯ মার্চ বিপুল মজুমদার স্মৃতি সিনিয়র ডিভিশন লীগ ক্রিকেট শেষ হয়ে যাচ্ছে। ফলে ওই মহিলা একদিনের ক্রিকেট টুর্নামেন্ট হয়তো পাঁচ মাঠে হবে। সমীরণ চক্রবর্তী স্মৃতি টি২০ ক্লাব ক্রিকেট শুরু হলে অবশ্য দুই মাঠে হবে মহিলা ক্রিকেটের একদিনের টুর্নামেন্ট।
যতটুকু খবর, যেহেতু মাত্র দশদিন সময় তাই হয়তো ম্যাচ কমাতে একাধিক গ্রুপ লীগের খেলা হতে পারে। তবে টিসিএ নাকি চেষ্টা করছে দুটি গ্রুপে খেলা করার। সব মিলিয়ে টিসিএর ওপেন আমন্ত্রণমূলক মহিলা টি২০ ক্রিকেটের লড়াই শেষ হওয়ার তিনদিন পরই শুরু হয়ে যাবে মহিলাদের ওপেন একদিনের ক্রিকেট টুর্নামেন্ট।