ভয়ঙ্কর রূপ নিচ্ছে মাঙ্কিপক্স, সতর্কতা জারি

 ভয়ঙ্কর রূপ নিচ্ছে মাঙ্কিপক্স, সতর্কতা জারি
এই খবর শেয়ার করুন (Share this news)

গত দু’বছর ধরে করোনা সারা বিশ্বে ভয়ঙ্কর রূপে ছড়িয়েছিল এবং কয়েক লক্ষ মানুষের মৃত্যু ঘটিয়েছে । করোনার উদ্বেগ এখনও পুরোপুরি কাটেনি । তার মধ্যেই আবার নতুন করে চিন্তা বাড়াচ্ছে মাঙ্কিপক্স । মাঙ্কিপক্স নিয়ে সতর্কতা জারি করেছে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রক। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে দেওয়া একটি বার্তায় বলা হয়েছে , রোগীর দেহে অপরিচিত যে কোনও ধরনের ক্ষত দেখলেই সতর্ক হতে হবে ।গত ৭ মে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর হদিশ মেলে লন্ডনে । ওই ব্যক্তি সম্প্রতি নাইজেরিয়া থেকে ফিরেছিলেন । প্রসঙ্গত উল্লেখ্য , নতুন আক্রান্ত রোগীদের মধ্যে চারজন সমকামী পুরুষ । তাই সমকামী পুরুষদের আপাতত অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শও দিয়েছে ব্রিটিশ প্রশাসন । বিশেষজ্ঞরা বলছেন , ‘ মাঙ্কি পক্স এক বিশেষ ধরনের বসন্ত । জলবসন্ত বা গুটিবসন্ত তুলনামূলকভাবে অনেক বেশি পরিচিত । ‘ এদের প্রতিকারও অপেক্ষাকৃত সহজ । কিন্তু এই মাঙ্কিপক্স ভাইরাসটি এতই বিরল যে , এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তদের সুস্থ করতে নির্দিষ্ট কোনও চিকিৎসা পদ্ধতি জানা নেই চিকিৎসকদের । মূলত , পশ্চিম ও মধ্য আফ্রিকার কিছু দেশে এই ভাইরাসের হদিশ মিলেছে । আফ্রিকা থেকে মাঙ্কিপক্স রোগ মার্কিন যুক্তরাষ্ট্র , কানাডা , স্পেন , বেলজিয়াম , পর্তুগাল এবং ব্রিটেন সহ ২১ দেশে ছড়িয়ে পড়েছে । এটি সবচেয়ে বেশি ছড়ায় ইঁদুরের মাধ্যমে । এছাড়াও বানর , কাঠবেড়ালি , এমনকী মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর ব্যবহৃত বিছানাপত্র , পোশাক থেকেও এই ভাইরাস অন্যকে আক্রান্ত করতে পারে । শ্বাসনালি , ক্ষতস্থান , নাক , মুখ কিংবা চোখের মাধ্যমে এই ভাইরাস প্রবেশ করতে পারে সুস্থ ব্যক্তির দেহে ।

সাম্প্রতিক রিপোর্ট বলছে , সঙ্গমের মাধ্যমেও একে অপরের শরীরে হানা দিতে পারে এই ভাইরাস । গুটি বসন্তের টিকা ৮৫ শতাংশ কার্যকর বলে দেখা গেছে এবং এই রোগের জন্য গুটি বসন্তের টিকাই ব্যবহার করা হচ্ছে । আফ্রিকাতে ভাইরাসের মানব সংক্রমণ বেশি দেখা গিয়েছে এবং মানুষ যখন সংক্রমিত প্রাণীর সরাসরি সংস্পর্শে আসে তখন এটি ছড়িয়ে পড়ে দ্রুত গতিতে । বেশিরভাগ ক্ষেত্রে রোগটি গুরুতর নয় এবং লক্ষণগুলি সাধারণত ১৪-২১ দিন স্থায়ী হয় ।কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব ডা . চারু দত্ত অরোরা বলেছেন , “ মাঙ্কিপক্স ভাইরাসের বিরুদ্ধে কোনও প্রমাণিত চিকিৎসা নেই । সাধারণত , তরল এবং অ্যান্টিপাইরেটিকস সহ প্রতি নিয়মিত যত্ন এই রোগের জন্য সহায়ক । ‘ ভারতেও গত মঙ্গলবার থেকে ২১ দিনের কোয়ারেন্টাইনের পরামর্শ দেওয়া হয়েছে । ব্যাপকভাবে ছড়িয়ে না পড়লে এই ভাইরাস নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে মত দিয়েছেন চারু । ইংল্যান্ডের পাবলিক হেলথ বিভাগের কর্মকর্তা ডাঃ নিক ফিন বলেছেন , ‘ এটা বুঝতে হবে যে , মাক্কি পক্সের ভাইরাস খুব সহজে মানুষের শরীরে ছড়াতে পারে না । সেই জন্য এখন পর্যন্ত এই ভাইরাস নিয়ে আশঙ্কার কিছু নেই । ‘ যদিও গুটিবসন্তের তুলনায় মৃদু , মৃত্যুর হার ১০ শতাংশের কাছাকাছি । তাই দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । এই পরিস্থিতিতে বিমানবন্দরগুলিতে সতর্কতা জারি করল ভারতের কেন্দ্রীয় সরকার ।

নয়া নির্দেশিকায় আধিকারিকদের উদ্দেশ্যে বলা হয়েছে , কোনও যাত্রীকে অসুস্থ বলে মনে হলে সঙ্গে সঙ্গে তাকে আটকে আইসোলেট করতে হবে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং ইণ্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চকে পরিস্থিতির উপর নজর রাখতে এবং যেকোনো পজিটিভ কেস দ্রুত শনাক্ত করার জন্য নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছে । যদি কোনও ব্যক্তি সংক্রামিত দেশ যেমন- ইউরোপ , উত্তর আমেরিকা থেকে ভ্রমণ করে আসেন এবং মাঙ্কিপক্সের লক্ষণ থাকে , তাহলে অবিলম্বে তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে । সেই ব্যক্তির রক্তের নমুনা পুণের এন আই ভি – তে পাঠানোর কথা বলা হয়েছে এই নির্দেশিকায় ৷ ইতিমধ্যে বিদেশ থেকে আসা পুণের এক বাসিন্দার ক্ষেত্রে উপসর্গ দেখা গিয়েছে । ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । সেই সঙ্গে তাকে আইসোলেশনে রাখা হয়েছে । কেন্দ্রের নির্দেশ মতোই একাধিক রাজ্যও প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে । রাজস্থান , মহারাষ্ট্র , তামিলনাড়ু , পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই মাঙ্কিপক্সের সতর্কতা জারি করা হয়েছে ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.