ডম্বুরের জলে তলিয়ে গেল চার মৎস্যজীবী!!

 ডম্বুরের জলে তলিয়ে গেল চার মৎস্যজীবী!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-কালবৈশাখীর তাণ্ডবে ডম্বুরের জলে শনিবার রাতে তলিয়ে গেলেন চার মৎস্যজীবী। এলাকাবাসী ও দমকল কর্মীদের তৎপরতায় রবিবার একজনের দেহ উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ বাকি তিনজনজানাগেছে, শনিবার রাত নয়টা নাগাদ কালবৈশাখী তাণ্ডব দেখে কেস কালচারে উৎপাদিত জিওল মাছের রক্ষণাবেক্ষণে ঘরে আশ্রয় নেয় চার মৎস্যজীবী।এরা হলেন হরি দাস (৪৫), প্রদীপ দাস (৪৬), জ্যোতিষ মল্লিক (৫০) এবং সঞ্জিত নন্দী । হঠাৎ কালবৈশাখীর তাণ্ডবে ড্রামের ঘর সহ উল্টে যায় গভীর জলে। সকালে নৌকা নিয়ে ঘাটে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে সদাইনন্দ পাড়ায় তাদের নৌকা দেখতে পান।
দমকল কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করেও উদ্ধার করতে পারেন নি । রবিবার সকালে দমকল কর্মীরা পুনরায় চেষ্টা করে হরি দাসের নিথর দেহ উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন । তবে বাকি তিনজন এখনও নিখোঁজ । জানা গেছে সদানন্দ পাড়া এলাকায় ডম্বুর জলাশয়ের তলদেশে কেস কালচারে অনেক মৎস্যজীবীর মাছ ধরা জাল থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।
এদিকে খবর লেখা পর্যন্ত এন ডি আর এফ টিমের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজে পৌঁছেন নি। ঘটনায় গোটা মহকুমা জুড়ে শোকের ছায়া নেমে আসে

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.