সীমান্তে হোলি উদযাপন প্রতিরক্ষা মন্ত্রীর!!
অনলাইন প্রতিনিধি :- সীমান্তে জওয়ানদের সঙ্গে হোলি পালন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। লাদাখের লেহ সামরিক স্টেশে সশস্ত্র বাহিনীর সঙ্গে হোলি উদযাপন করলেন তিনি। সিয়াচেন এলাকা পরিদর্শন করার কথা ছিল প্রতিরক্ষা মন্ত্রী। সিয়াচেনের আবহাওয়া খারাপ থাকায় সফর পরিবর্তন করতে হয়। লেহেতে গিয়ে সশস্ত্র বাহিনীর সঙ্গে হোলি উদযাপন করেন তিনি।