স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন!!
অনলাইন প্রতিনিধি :-২৬ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। যথাযথ মর্যাদায় মঙ্গলবার এদিনটি উদ্যাপন করা হয় আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে। এদিন সকালে কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদতবরণকারী সদস্যবৃন্দ ও মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহিদদের স্মরণে ০১ মিনিট নিরবতা পালন করা হয়। শহিদদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারি হাইকমিশনার জনাব আরিফ মোহাম্মদ সহ অন্যান্যরা।