ওয়াশিং মেশিন থেকে উদ্ধার ২কোটিরও বেশি!!
ওয়াশিং মেশিন থেকে উদ্ধার কোটিরও বেশি!!
অনলাইন প্রতিনিধি :-লোকসভা নির্বাচনের আগে কলকাতা, দিল্লি, হায়দরাবাদ-সহ একাধিক জায়গায় গোপন অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বিদেশি মুদ্রা কাণ্ডেই এই তল্লাশি বলে জানা গিয়েছে ৷ ইডি-র গোয়েন্দারা প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন, কলকাতা, দিল্লি, হায়দরাবাদ-সহ একাধিক শহরে তল্লাশি অভিযান চালিয়ে মোট ২.৫৮ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এই বিপুল পরিমাণ অর্থ একটি ওয়াশিং মেশিনের মধ্যে থেকে পাওয়া গিয়েছে। ইডি সুত্রে খবর মঙ্গলবার সকাল থেকে কলকাতা, হায়দরাবাদ, দিল্লি-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। সেখান থেকেই উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা ৷