ভোট প্রচারে রাজ্যে আসছেন মোদি-শাহ!!

 ভোট প্রচারে রাজ্যে আসছেন মোদি-শাহ!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব সম্পন্ন হতেই এবার প্রচার নিয়ে তোড়জোড় শুরু হয়েছে প্রদেশ বিজেপিতে।আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যে পা রাখতে চলেছেন বিজেপির হাই প্রোফাইল প্রচারকগণ।

লোকসভার প্রথম পর্বের ভোটের আগেই রাজ্যে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ আরও অনেকে।বিজেপি সূত্রে যতদূর জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিলের প্রথম সপ্তাহে রাজ্যে ভোট প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।তিনি নির্বাচনি সমাবেশ ছাড়া রোড শোতেও অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পর আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার আরও বেশ কয়েকজন মন্ত্রী এবং বিজেপির শীর্ষস্তরের নেতা।তাদের সফরের সূচি চূড়ান্ত করতে পদ্ম শিবিরে চলছে তোড়জোড়।আগামী ১-২ দিনের মধ্যেই বিজেপি হাই প্রোফাইল নেতৃত্বের সফরসূচি চূড়ান্ত হয়ে যাবে বলেও জানা গেছে।আসন্ন লোকসভা নির্বাচনের লক্ষ্যে বিজেপি রাজ্যের দুটি আসনে আত্মবিশ্বাসী হলেও শাসক শিবির আসন্ন ভোট যুদ্ধকে মোটেও হালকাভাবে নিতে চাইছে না।বড় ব্যবধানে জয় নিশ্চিত করার লক্ষ্যে পদ্ম শিবির সর্বতো প্রচেষ্টা নিয়েছে।রাজ্যের ৩৩৩৯টি বুথেই তৎপরতা বাড়িয়ে দিয়েছে বিজেপি।তৃণমূল পর্যায়েও ব্যাপক সাংগঠনিক তৎপরতা চলছে।এদিকে, প্রচারসহ ভোটের আনুষঙ্গিক কৌশল চূড়ান্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে একটি বৈঠকও হয়েছে।বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা,প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম লোকসভা আসনের বিজেপির নির্বাচন আহ্বায়ক তথা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

এদিকে, প্রদেশ বিজেপির নবনিযুক্ত নির্বাচন প্রভারি অবিনাশ রায় খান্না আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে পা রাখছেন বলেও জানা গেছে। বুধবার দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক অরুণ সিং প্রদেশ বিজেপির নির্বাচন প্রভারি হিসেবে তার নাম ঘোষণা করেন। এদিন ত্রিপুরা সহ ১৮টি রাজ্যে নির্বাচনি প্রভারি এবং সহপ্রভারির নাম ঘোষণা করা হয়।অষ্টাদশ লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি লোকসভা আসনের জয় সুনিশ্চিত করতে ভাজপার কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব চেষ্টায় ত্রুটি রাখছে না।তার অঙ্গ হিসেবেই রাজ্যে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে দলের প্রবীণ কার্যকর্তা অবিনাশ রায় খান্নাকে।নবনিযুক্ত নির্বাচনি প্রভারি অবিনাশ রায় খান্নাকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যসহ দলের প্রদেশ কমিটি।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.