সংস্কার নেই,ঝুঁকিতে মানুষের জীবন!!

 সংস্কার নেই,ঝুঁকিতে মানুষের জীবন!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-স্টিল ব্রীজের যথাযথ   সংস্কারের অভাবে কয়েকশো ভিলেজবাসির জীবন এখন ঝুঁকির মধ্যে। অথচ প্রশাসন উদাসীন। গত বছর চারেক ধরে অম্পিছড়া ভিলেজের গামাকো বাড়ি থেকে সালকা পাড়ায় যাতায়াতের রাস্তার উপরে তৈরি স্টিল ব্রীজটি নড়বড়ে হয়ে আছে। বিকল্প কোন রাস্তা না থাকায় সংশ্লিষ্ট ভিলেজবাসিরা সহ ছড়ার দুই পাড়ের বাসিন্দারা, সরকারি কর্মী এবং স্কুলের ছাত্রছাত্রীরাও জীবনের ঝুঁকি নিয়েই ওই স্টিল ব্রীজটির উপর দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। ১৮ মিটার দৈর্ঘের ওই স্টিল ব্রীজটির পাটাতনের বেশির ভাগ অংশ জং ধরে গেছে। শুধু তাই নয়, একদিকে বিপজ্জনক ভাবে হেলে আছে। স্টিল ব্রীজটির বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভাবে দুদিকের রেলিং ভেঙ্গে আছে।

মানুষ চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এই স্টিল ব্রীজের উপর নির্ভরশীল সালকা পাড়ার চারশো জনজাতী পরিবার। পাড়ায় রয়েছে বিভিন্ন স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রী, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সহ বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি সেন্টার। ভিলেজবাসিদের চলাচলের একমাত্র সম্বল হচ্ছে এই স্টিল ব্রীজ। যে কোনও সময় বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। ব্রীজ সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়ে বিধায়ক নির্বাচিত হয়ে গেলেও এলাকার প্রাক্তন বিধায়ক যেমন কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি, তেমনি স্বদলীয় সমর্থকরা বছরের পর বছর ধরে দুর্ভোগের শিকার হলেও বর্তমান বিধায়কও কোন প্রকার কার্যকরী ভূমিকা নিচ্ছেন না।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.