নির্বাচনি টুকিটাকি।।
অনলাইন প্রতিনিধি:-অরুণাচলে ৫০ আসনে১৩৩ জন প্রার্থী:-অরুণাচল প্রদেশে লোকসভার সাথে বিধানসভার ভোটও হচ্ছে আগামী ১৯ এপ্রিল। লোকসভায় অরুণাচল প্রদেশের আসন ২টি। বিধানসভার আসন ষাটটি। এর মাধ্যে দশটি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছে ইতিমধ্যেই। বাদবাকি পঞ্চাশটি আসনের জন্য ১৩৩ জন প্রার্থী রয়েছেন ময়দানে।বিজেপির যে দশজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এদের মধ্যে মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডুও রয়েছেন।
মহারাষ্ট্রে কংগ্রেস ভালো ফল করবে: পিঠলে:-মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান নানা পিঠলে রবিবার দাবি করেছেন, প্রথম দফায় যে আসনগুলিতে রাজ্যে ভোট হবে এর মধ্যে পাঁচটি আসনে জয়ী হবে কংগ্রেস।তার আরও মত, স্বৈরাচারী বিজেপি সরকারকে মানুষ এবার ছুড়ে ফেলে দেবে। মহারাষ্ট্রে মহা বিকাশ আগাধি জোট হিসাবে কংগ্রেস,এনসিপি এবং শিবসেনা (উদ্ধব) এবার ভোটে লড়ছে।
ফ্লপ শো কটাক্ষ বিজেপির:-
দিল্লীতে ইন্ডিয়া ব্লক রবিবার ফ্লপ শো করেছে।এই দাবি করেছে দিল্লীর প্রদেশ বিজেপি।দিল্লী বিজেপি নেতৃত্বের মতে, বিরোধী দলগুলি তাদের রাজনৈতিক পরিবারগুলিকে বাঁচাতে একজোট হয়েছে।বিজেপির কটাক্ষ’ আসলে এটা ছিলো ইন্ডিয়ার ‘ভ্রষ্টাচার বাঁচাও, পরিবার বাঁচাও’ স্লোগান।
ভ্রষ্ট জনতা পার্টি কটাক্ষ উদ্ধবের:-নির্বাচনি বন্ড নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন শিবসেনা (উদ্ধব) নেতা উদ্ধব ঠাকরে।তার মতে,নির্বাচনি বন্ড বিজেপির মুখোশ উন্মোচিত করে দিয়েছে। বিজেপি এখন আর ভারতীয় জনতা পার্টি নয়, ভ্রষ্ট জনতা পার্টিতে পরিণত হয়েছে।
জমজমাট লড়াই মাইসুরুতে:-
মাইসুরুতে এবার রাজপরিবারের সদস্যকে বিজেপি টিকিট দিয়েছে।এই কেন্দ্রে রাজপরিবারের প্রার্থীর সাথে কংগ্রেসের রাজ্য মুখপাত্র এম লক্ষ্মণের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।মাইসুরুর বর্তমান বিজেপি সাংসদ প্রতাপ সিনহাকে প্রার্থী করেনি বিজেপি।পরিবর্তে মাইসুরুর রাজপরিবারের চম্পারাজা ওয়াদিয়ারকে প্রার্থী করেছে দল।
ছত্তিশগড়ে ৬ আসনে নজর কংগ্রেসের:-ছত্তিশগড়ে এমন ছয়টি আসন রয়েছে সেখানে রাজ্য জন্মের পর বিজেপি কোনদিনই ওই আসনগুলিতে হারেনি।এমন ছয়টি আসনে এবার নজর পড়েছে কংগ্রেসের।কংগ্রেস এবার আশা করছে এই ছয়টি আসনে দল এবার ভালো ফল করবে।
শারদের বার্ত:-এনসিপির (শারদ গোষ্ঠী) বর্ষীয়ান নেতা শারদ পায়োর বলেছেন,দেশে ঐক্য, সৌভ্রাতৃত্বের বার্তার জন্য দেশের সংবিধানকে বাঁচাতে হবে।এক ইফতার পার্টিতে এসে শ্রী পাওয়ার বলেন, বিজেপি দেশের সংবিধানকে পরিবর্তন করতে চায়। তাই গণতন্ত্রকে বাঁচাতে গেলে আগে একতা, সৌভ্রাতৃত্ব, শান্তি প্রতিষ্ঠা করতে হবে।