নির্বাচনি টুকিটাকি।।
অনলাইন প্রতিনিধি :-রাজ্যসভায় শপথ ১২ সাংসদের:-রাজ্যসভায় শপথ নিলেন বারোজন নবনির্বাচিত সদস্য। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর বুধবার নবনির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করান। এছাড়া ছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং সেক্রেটারি জেনারেল পি কে মোদি।এদিন বিশিষ্টদের মধ্যে শপথ নেন ধর্মশীলা গুপ্তা, মনোজ কুমার ঝা, অক্ষয় যাদব, সুভাষ চন্দ্র, হর্ষ মহাজন,জি সি চন্দ্রশেখর, এল মুরাগন,অশোক সিং, সাধনা সিং প্রমুখ।বারোজনের মধ্যে সাতজনই বিজেপির।
থারুরের মনোনয়ন:- মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস নেতা এবং তিরুবনন্তপুরমের তিনবারের সাংসদ শশী থারুর।দলীয় নেতৃত্বের সাথে এদিন জেলাশাসকের অফিসে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন শশী থারুর।থারুরের প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এবং সিপিআই নেতা এমপি পান্নিয়ান।
বক্সার বিজেন্দ্র চমকে দিলেন:-বক্সার বিজেন্দ্র সিং বিজেপিতে যোগ দিলেন। বিজেন্দ্র সিং এর আগে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়েছিলেন।এছাড়াও মাত্র গতকাল তিনি ভারত জোড়ো যাত্রায় তার সাথে রাহুল গান্ধীর ছবি রিপোস্ট করেছিলেন টুইটারে (এক্স) হ্যান্ডেলে।এর চব্বিশ ঘন্টার মধ্যেই সকলকে চমকে দিয়ে বিজেপিতে যোগ দিলেন বক্সার বিজেন্দ্র।২০১৯-এ কংগ্রেসে যোগও দিয়েছিলেন তিনি।
বিহারে মোদির প্রচার শুরু ৫ এপ্রিল:-বিহারে আগামী বৃহস্পতিবার এনডিএর হয়ে ভোটের প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জামুই কেন্দ্র দিয়ে বিহারে তার ভোটের প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মহারাষ্ট্রে প্রচারে যাচ্ছেন খাড়গে, রাহুল:-মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রচার করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা। আগামী ১৩ এপ্রিল রাহুল গান্ধী, ১৫ এপ্রিল প্রিয়াঙ্কা গান্ধী এবং ৮ এবং ৯ এপ্রিল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের হয়ে প্রচার চালাবেন।
মনোজের দাবি:-লোকসভা নির্বাচন চলছে।এরই মধ্যে আগামী বছর দিল্লীর বিধানসভা নির্বাচনে বিজেপি জিতবে বলে আশাবাদী বিজেপির দিল্লী নেতৃত্ব। বুধবার দিল্লী প্রদেশ বিজেপি সভাপতি মনোজ তিওয়ারী দাবি করেন,২০২৫ সালের দিল্লীর বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হবে এবং মানুষের আশা আকাঙক্ষা পূরণ করবে।
পাইলটের অভিযোগ:-কেন্দ্রের বিজেপি দেশের সাংবিধানিক কাঠামোগুলিকে গুঁড়িয়ে দিতে চাইছে।তাদের বিশ্বাসযোগ্যতা শেষ করে ফেলতে চাইছে বিজেপি।অন্যদিকে বিরোধীদের কন্ঠস্বর ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের মতো এজেন্সি দিয়ে ভোঁতা করতে চাইছে।এই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা শচীন পাইলট।রাজস্থানে এক নির্বাচনি র্যালিতে এই বক্তব্য রাখেন পাইলট।
নিরুপমের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কং:-কংগ্রেস নেতা অক্ষয় নিরুপমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে দল। মহারাষ্ট্রে শিবসেনার সাথে আসন সমঝোতা নিয়ে দলীয় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন নিরুপম। মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান নানা পিটলে এদিন জানান, অক্ষয়ের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে। অক্ষয় জানান,তিনিও তার পরবর্তী সিদ্ধান্ত বৃহস্পতিবার নেবেন।