উমাকান্তে নিম্নমানের কাজের অভিযোগ
রাজ্য সরকারের কোষাগারের পাঁচ কোটি টাকা ব্যয়ে রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে যে সিন্থেটিক টার্ফ ফুটবল গ্রাউণ্ডের নির্মাণ কাজ চলছে সেই কাজের গুনমান নিয়ে প্রশ্ন ও আর্থিক ঘোটালার একটা বড় আশঙ্কা দেখা দিয়েছে । নিম্নমানের কাজ করার মতো গুরুতর অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থার বিরুদ্ধে । এমনকী মাঠের নিম্নমানের কাজ হচ্ছে এই অভিযোগ তুলে নির্মাণ সংস্থাকে সাময়িক কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে । জানা গেছে , ইতিমধ্যেই এই বিষয় নিয়ে ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবহিত করেছেন রাজ্য ফুটবল সংস্থার কর্মকর্তারা। এই ঘটনার পর রীতিমতো অস্বস্তিতে পড়ে এবার নড়েচড়ে বসেছে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর । নির্মাণ সংস্থার লোকেদের তলব করা হয়েছে । গোটা ঘটনায় সম্পর্কে ওই এজেন্সিকে অবহিত করে গুণমান বজায় রেখে কাজ করার জন্য কড়া বার্তা দেওয়া হয়েছে । যদিও এখন পর্যন্ত যতটুকু কাজ হয়েছে তা একেবারেই নিম্নমানের ৷ ফলে আশঙ্কা করা হচ্ছে যে , একটা নির্দিষ্ট সময়ে আগেই পুরো পরিকাঠামো নষ্ট হয়ে যেতে পারে । প্রসঙ্গত , রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়াম সহ রাজ্যের চারটি জায়গায় একটি করে সিন্থেটিক টার্ফ ফুটবল গ্রাউণ্ড নির্মাণের জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে বিশেষ অনুদান হিসাবে কুড়ি কোটি টাকা অর্থ অনুমোদন দেয় । রাজধানীর উমাকান্ত মাঠ , জিরানীয়ার শচীন্দ্রনগর স্কুল মাঠ , মোহনপুর তুলাবাগানস্থিত উত্তর দেবেন্দ্রনগর স্কুল মাঠ এবং বিলোনীয়ার বিকেআই মাঠ ।
প্রত্যেক মাঠে সিন্থেটিক টার্ফ ফুটবল গ্রাউণ্ড নির্মাণের জন্য পাঁচ কোটি টাকা করে বরাদ্দ করা হয় । সেই অনুযায়ী মণিপুরের মেরিডকো নামের একটি এজেন্সিকে কাজের বরাত দেওয়া হয় । যারা কেন্দ্রের খেলো ইণ্ডিয়া প্রকল্পে উদয়পুরের চন্দ্রপুর , খোয়াই বয়েজ স্কুলে সিন্থেটিক টার্ফ ফুটবল গ্রাউণ্ড , বাধারঘাটের দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে সিন্থেটিক টার্ফ অ্যাথলেটিক্স গ্রাউণ্ড সহ রাজ্যের বেশ কয়েকটি ক্রীড়া পরিকাঠামো নির্মাণের বরাত পেয়ে কাজও করছে । অনুরূপভাবে রাজ্যে নতুন করে চারটি সিন্থেটিক টার্ফ ফুটবল গ্রাউণ্ড নির্মাণের দায়িত্বও তাদের হাতে তুলে দেওয়া হয়েছে । তবে রাজধানীর উমাকান্ত মাঠে সিন্থেটিক টার্ফ ফুটবল গ্রাউণ্ড নির্মাণ কাজের শুরুতে এ ধরনের ঘোটালার পর স্বাভাবিকভাবেই ওই এজেন্সির কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । এমনকী এই কাজে বড় বড় আর্থিক ঘোটালার আশঙ্কার বিষয়টিও উঠে আসছে বিভিন্ন মহল থেকে । প্রাপ্ত সূত্রের খবর , ও অভিযোগে জানা গেছে যে , উমাকান্ত মাঠের সিন্থেটিক টার্ফ ফুটবল গ্রাউণ্ডের এখন যে গ্রাউন্ড লেভেলের কাজ চলছে এতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে । মাঠের ভিতরের চারদিকে ফেন্সিং বরাবর যে সাইড ওয়াল তোলার কাজ চলছে তাতে খুব নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে । এমনকী নিচে ঢালাইয়ের কাজও সঠিকভাবে করা হয়নি । বিট ওয়াল তুলতে একেবারে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে । যেখানে এই বিট ওয়ালের উপর পুরো মাঠের পুক্ততা উপর নির্ভর করছে । কারণ এই বিট ওয়াল পুরো মাঠ অর্থাৎ সিন্থেটিক টার্ফ পরিকাঠামোকে ধরে রাখবে । কিন্তু এখানেই নিম্নমানের কাজ চলছে । আজ মাঠে গিয়ে টিএফএর কর্মকর্তাদের চক্ষু চড়কগাছ । যদিও দুদিন আগেই ঘটনার আঁচ পেয়ে টিএফএ – র কর্মকর্তারা মাঠে গিয়ে কাজ বন্ধ রাখার কথা বলে আসে । তারপরও কাজ চলছিল । পরে বিষয়টি ক্রীড়ামন্ত্রীকে জানানো হয় । নিম্নমানের যে ইটগুলো কাজের ব্যবহারের জন্য আনা হয়েছিল তা ফেরত নিতে বলা হয়েছে । বিষয়টি নিয়ে এখন ক্রীড়া দপ্তর নড়েচড়ে বসেছে ।