প্রচুর পরিমাণ নেশা সামগ্রী সহ আটক এক!
অনলাইন প্রতিনিধি :-গোপন খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযান চালিয়ে ফের একবার সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। ঘটনা রবিবার গভীর রাতে সোনামুড়া থানার অন্তর্গত রাঙ্গামাটিয়া ৩ নং ওয়ার্ডে। জানা গেছে, সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে রাঙ্গামাটিয়া গ্রামের ৩ নং ওয়ার্ডে তাজুল ইসলামের বাড়িতে অভিযান চালান। অভিযান চলাকালে তাজুল ইসলামের বক্স খাটের ভেতর থেকে প্রচুর পরিমাণ এসকফ উদ্ধার করতে সক্ষম হয়। আটক করা হয় তাজুল ইসলামকে। এবং তার ভাই ইমরান হোসেন এর বাড়ি থেকে তল্লাশি চালিয়ে ফেন্সিডিল এবং কোরেক্স উদ্ধার করা হয়। মোট ৭৫০০ বোতল নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। আটক করা হয় এক নেশা কারবারিকে। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা হবে বলে পুলিশ সূত্রে খবর। অভিযানে নেশা কারবারি তাজুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ কিন্তু অপর কারবারী ইমরান হোসেন পুলিশের আঁচ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এই ব্যাপারে সোনামুড়া থানার পুলিশ একটি এন ডি পি এস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে এবং ধৃত নেশা কারবারি কাজল ইসলামকে সোমবার সোনামুড়া স্থিত জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।