নির্বাচনি টুকিটাকি।।

 নির্বাচনি টুকিটাকি।।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি ::-কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী ধর্মীয় গুরু:-কর্ণাটকে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর বিরুদ্ধে ভোটে লড়ার কথা ঘোষণা করেছেন বিশিষ্ট লিঙ্গায়েত ধর্মীয় গুরু ফকিরা ডিঙ্গালেশ্বর স্বামী।তিনি শিরাহাট্টি ফকিরেশ্বর মঠের ধর্মীয় গুরু।তিনি নির্দল প্রার্থী হিসাবে লড়বেন ধরেওয়াদ কেন্দ্র থেকে।মূলত বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধেই তার ক্ষোভ।

হিমাচলে প্রতিভার নেতৃত্বেই লড়বে কং:-হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সোমবার বলেছেন,হিমাচল প্রদেশে লোকসভা নির্বাচন কংগ্রেস রাজ্য প্রদেশ সভাপতি প্রতিভা সিংয়ের নেতৃত্বেই লড়বে।বর্তমানে তিনি মান্ডির সাংসদ।২০২২ সালে কংগ্রেস রাজ্যে যে ক্ষমতাসীন হয়েছে তা দলের কর্মী-সমর্থকদের কঠোর পরিশ্রমের ফসল এবং সে সময় এর নেতৃত্ব দিয়েছেন প্রতিভা সিং-ই।এবারও লোকসভা নির্বাচনে তার নেতৃত্বেই দল লড়বে বলে জানান মুখ্যমন্ত্রী।

মোদির বিরুদ্ধে কমিশনে কংগ্রেস:-কংগ্রেসের ইস্তাহার নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলো কংগ্রেস।প্রধানমন্ত্রী কংগ্রেসের ইস্তাহারকে প্রাক স্বাধীনতার মুসলিম লীগের সাথে তুলনা করেছেন। সোমবার কংগ্রেসের তরফে এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এ সম্পর্কে অভিযোগ দায়ের করেছে। এছাড়াও প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেসের ইস্তাহারে ‘তোষণের রাজনীতি’ করা হয়েছে। প্রত্যেক পাতায় ভারতকে টুকরো করার কথা বলা হয়েছে বলেও মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী মোদি।

ইন্ডিয়া জোটের সমালোচনায় রাজনাথ সিং:-কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোমবার বলেছেন, ইন্ডিয়া জোটের কোনও গ্রহণযোগ্যতা নেই এবং তাদের জোট শরিকদের মধ্যে সমন্বয়হীনতার অভাব রয়েছে।সম্প্রতি রাহুল গান্ধীর ‘শক্তি’ নিয়ে মন্তব্য এবং উদয়নিধি মারানের সনাতন ধর্মবিরোধী মন্তব্য ইস্যুতে এই মন্তব্য করেছেন শ্রীসিং।এ দিন তামিলনাডুতে ভোট প্রচারে গিয়ে তিনি কাচ্চাথিবু বিতর্কও ফের উস্কে দিয়েছেন।

নীতীশের দাবি:-বিহারের মুখ্যমন্ত্রী ও জেডি(ইউ) নেতা নীতীশ কুমার দাবি করেছেন, এনডিএ আরামসে কেন্দ্রে ফের ক্ষমতাসীন হবে।একই সাথে রাজ্যের আরজেডিকেও একহাত নিয়েছেন এদিন নীতীশ কুমার।এ দিন সাংবাদিকদের সাথে আলাপচারিতায় নীতীশ কুমার এ দিন এই দাবি করেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.