২০২৪ নির্বাচন, ভোট গ্রহণ শুরু!
অনলাইন প্রতিনিধি :-আর মাত্র হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা। এরপরেই গোটা দেশের পাশাপাশি ত্রিপুরার দুটি লোকসভা আসনে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন ২০২৪। পাশাপাশি একইসাথে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। তার আগে বুধবার থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে শুরু হলো ত্রিপুরায় ভোট গ্রহণ প্রক্রিয়া। এদিন বাড়ি বাড়ি গিয়ে দিব্যাঙ্গজন ও ৮৫ ঊর্ধ্ব ভোটারদের ভোট গ্রহণ করা হয় পোস্টাল ব্যালটের মাধ্যমে।