প্রতিমা দেবনাথ খুন কান্ডে পর্যালোচনায় মহিলা কমিশন!!

 প্রতিমা দেবনাথ খুন কান্ডে পর্যালোচনায় মহিলা কমিশন!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-প্রতিমা দেবনাথ খুন কান্ডে খোঁজখবর নিতে বুধবার মৃত গৃহবধূর বাবার বাড়িতে যান রাজ্য মহিলা কমিশনের তিন সদস্যের এক প্রতিনিধি দল।উল্লেখ্য, গত ৫ই এপ্রিল গভীর রাতে লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গ টিলা গ্রামের বাসিন্দা প্রদীপ নাথ চৌধুরী তার স্ত্রী প্রতিমা দেবনাথকে পারিবারিক বিবাদের জেরে প্রচন্ডভাবে মারধর করে বলে অভিযোগ। ঘটনার পর খবর পেয়ে আহত প্রতিমা দেবনাথকে রক্তাক্ত অবস্থায় তার বাবার বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে এসে সেখান থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। এবং সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রতিমা দেবনাথ। এই ঘটনার পর পিতা প্রহ্লাদ দেবনাথ কল্যাণপুর থানায় একটি মামলা করেন তার স্বামী প্রদীপ নাথ চৌধুরী, শ্বশুর প্রসন্ন নাথ চৌধুরী, শাশুড়ী সাবিত্রী নাথ চৌধুরী এবং ননদ স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে ওই রাতেই মৃত গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বুধবার মহিলা কমিশনের এক প্রতিনিধি দল প্রহ্লাদ দেবনাথের জাম্বুরাস্থিত বাড়িতে গিয়ে ঘটনার খোজখবর নেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.