ত্রিদলীয় জোটের নির্বাচনী প্রচার!!

 ত্রিদলীয় জোটের নির্বাচনী প্রচার!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরেই গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ভারতের নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায় অনুযায়ী ত্রিপুরা রাজ্যের পশ্চিম আসনে আগামী ১৯শে এপ্রিল এবং পূর্ব আসনে ২৬ শে এপ্রিল লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তাই এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে প্রচারে ঝড় তুলছে শাসকদল বিজেপি। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার গোলাঘাটি বিধানসভার অন্তর্গত যুগল কিশোর নগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পাড়ায় বিজেপি, আইপিএফটি এবং তিপরা মথার যৌথ উদ্যোগে নির্বাচনী প্রচারে মিছিল ও জনসম্পর্ক অভিযান করে। এই মিছিল ও জনসম্পর্ক অভিযানে উপস্থিত ছিলেন গোলাঘাটি মন্ডলের সহ-সভাপতি নারায়ন দেবনাথ, গোলাঘাটির প্রাক্তন বিজেপি বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, সিপাহীজলা জেলার উত্তরাংশের সহ-সভাপতি অমল দেবনাথ সহ তিপরা মথার ও বিজেপির কার্যকর্তারা। এদিনের এই নির্বাচনের প্রচারে বের হয়ে তারা প্রতিটি পাড়ায় পাড়ায় মানুষের বাড়িঘরে এবং পথ চলতি মানুষদেরকে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য উৎসাহিত করেন। তারা এদিন এক সাক্ষাৎকারে জানিয়েছেন এখন আর কেউ বিরোধীদের দলে হাটতে চাইছে না যার ফলে বিজেপির প্রতিটি নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের ব্যাপক হারে সাড়া পাচ্ছে। তারা এদিন আরো জানিয়েছেন কংগ্রেস আর সিপিআইএম জোটকে মানুষ লোকসভা নির্বাচনে ভোট বাক্সের মাধ্যমে উচিত শিক্ষা দেবে তাই তারা জয় নিয়ে শতভাগ নিশ্চয়তা প্রকাশ করেছেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.