চাকমাদের ঐতিহ্যবাহী বিজু উৎসব!
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার থেকে শুরু হয়েছে চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিজু উৎসব। নববর্ষকে বরণ করা পর্যন্ত তিন দিন ব্যাপী চলবে এই উৎসব। সেই সাথে এদিন পালিত হয় ফুল বিজু। ফুল বিজু মানে, চাকমা সম্প্রদায়ের মানুষরা সকাল সকাল ফুল কুড়িয়ে গঙ্গাঘাটে অর্পণ করে। এদিন সকালে রাজধানীর রানীর পুকুরে এই অনুষ্ঠানটি হয়। তারপরে একটি র্যালি করে বুদ্ধমন্দিরে গিয়ে পূজা অর্পণ করেন।