কুমারঘাটে বাম-গ্রেসকে তুলোধুনো করলেন অমিত শাহ!!
অনলাইন প্রতিনিধি :-পূর্ব ত্রিপুরা লোক সভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেবর্ববনের সমর্থনে সোমবার বিজেপি ঊনকোটি জেলা কমিটির উদ্যাগে কুমারঘাট পূর্ত দপ্তরের মাঠে এক নির্বাচনি জনসভা অনুষ্টিত হয়। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট মন্ত্রী অমিত শাহ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কংগ্রেস এবং সিপিএম দলকে নিশানা করেন। বলেন, কংগ্রেস দেশের গরিব মানুষের জন্য কোন কাজ করে নি। রাজ্যে বামফ্রন্ট সরকার থাকা কালিন তারা রাজ্যের জনজাতিদের জন্য কোন উন্নয়নের কাজ করেনি। বর্তমানে তিপ্রামথার সাথে একটি চুক্তি হয়েছে। এই চুক্তির মাধ্যেমে রাজ্যের জনজাতিদের উন্নয়ন তরান্নতিত করা হবে। বিজেপি সরকারের আমলেই রিয়াং জনজাতিদের কল্যানে বিশেষত ব্রু রিয়াং শরনর্থীদের সমস্যার সমাধান করা হয়েছে।
এদিনের সভায় এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, বিজেপি রাজ্যে সভাপতি রাজিব ভট্রাচার্য্য, তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ, সভাপতি বিজয় রাংখল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং সহ আরও অনেকে। প্রচন্ড রৌদ এবং গরমের মধ্যেও এদিন অমিত শাহের জনসভা ছিলো উপচে পড়া ভিড়।