ওএনজিসির একাধিক গাড়ি আটকে রাখলো গ্রামবাসী!!

 ওএনজিসির একাধিক গাড়ি আটকে রাখলো গ্রামবাসী!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ওএনজিসির সার্ভে টিম মাটির নিচে ডিনামাইট ফাটিয়ে পরীক্ষা নিরিক্ষা করছে। এর ফলে এলাকায় বসবাসকারী প্রায় ২০০ পরিবারের বসত ঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ডিনামাইট ব্লাস্টের কারনে প্রচুর মাটির ও পাকা দেওয়াল যুক্ত ঘর ক্ষতি গ্রস্ত হয়েছে। দেওয়াল ফেটে চৌচির হয়ে গেছে। ঘটনা দক্ষিণ চড়িলামের কড়ুইমুড়া ৬ নং কলোনি এলাকায়। এই ঘর গুলিতে এখন বসবাস করা পুরোপুরি ঝুঁকিপূর্ণ। ফলে গ্রামবাসীরা এখন প্রবল ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। শুরুতে ওএনজির উচ্চপদস্থ আধিকারিকরা স্হানীয়দের প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার। কিন্তু সোমবার সকালে স্থানীয়দের কাছে খবর আসে ওএনজিসি কর্তৃপক্ষ ক্যাম্প গুটিয়ে অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনরা একএে মিলিত হয়ে ওএনজিসর সার্ভে টিমের গাড়ি গুলিকে আটক করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। তাদের একটাই দাবি, ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত ওএনজিসির গাড়ি গুলিকে অন্যত্র যেতে দেওয়া হবে না।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.