গ্রেপ্তার রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী!!
অনলাইন প্রতিনিধি :-ঘুষ নেওয়ার অভিযোগে
আটক হলেন রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী তৈমুর ইভানভ। বিগত আট বছর ধরে উপ-প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব এবং রাশিয়ার সামরিক পরিকাঠামো প্রকল্পের দায়িত্বে নিযুক্ত ছিলেন তিনি। উল্লেখ্য যে,রাশিয়ার ফৌজদারি দণ্ডবিধির ২৯০ নং অনুচ্ছেদের ৬ অংশের অধীনেই ইভানভকে আটক করা হয়েছে। এই দণ্ডবিধি তখনই প্রযোজ্য হয় যখন ঘুষ নেওয়ার পরিমাণ ১০ লাখ রুবল ছাড়িয়ে যায়।