মণিপুরে তিনটি বিস্ফোরণে ভেঙে পড়ল সেতু!!
অনলাইন প্রতিনিধি :-শুক্রবারই দ্বিতীয় দফার লোকসভা ভোটে আউটার মণিপুরেও রয়েছে ভোটগ্রহণ। তার ঠিক দু’দিন আগে কাঙ্গপোকপি জেলায় পর পর তিনটি বিস্ফোরণে ভেঙে পড়ল সেতু। মঙ্গলবার গভীর রাতে হয়েছে বিস্ফোরণ। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে এর ফলে ইম্ফল এবং ডিমাপুরের মধ্যে সংযোগ রক্ষাকারী দু’নম্বর জাতীয় সড়কে বেড়েছে চাপ। বিকল্প পথ হিসেবে এই পথেই যানজট বৃদ্ধি পেয়েছে।