মুখ থুবড়ে প্যারাগ্লাইডিং: জম্পুই পাহাড়ে গিয়ে পর্যটকরা নিরাশ!!
অনলাইন প্রতিনিধি :-মুখ থুবরে পড়ল শৈল শহর জম্পুই পাহাড়ের প্যারাগ্লাইডিং সার্ভিস।জম্পুই পাহাড়ের পর্যটন শিল্পকে আকর্ষিত করানোর জন্য ২০২১ সালে প্যারাগ্লাইডিং সার্ভিস চালু করা হয়েছিল রাজ্য সরকারের পর্যটন দপ্তর থেকে।এই নিয়ে পর্যটকদের মধ্যেই ব্যাপক উৎসাহ দেখা দিয়েছিল।দলে দলে পর্যটকদের ভিড় লেগে থাকতো জম্পুই পাহাড়ে।কিন্তু চালু হওয়ার কয়েক মাস যেতে না যেতেই পুরোপুরিভাবে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ের প্যারাগ্লাইডিং সার্ভিস। তারপরও রাজ্য সরকারের পর্যটক দপ্তরের ঢাউস ঢাউস বিজ্ঞাপন দেখে প্রতিদিন জম্পুইয়ে প্যারাগ- লাইডিংয়ের জন্য পর্যটকরা পাহাড়ে যাচ্ছে।কিন্তু প্যারাগ্লাইডিং পুরোপুরি বন্ধ থাকায় পর্যটকরা জম্পুই থেকে নিরাশ এবং প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ফিরে যাচ্ছে। প্যারাগ্লাইডিং সার্ভিস যে পুরোপুরি বন্ধ তা রাজ্য পর্যটন দপ্তর এখনও পর্যন্ত সরকারীভাবে জানান নি। এই ব্যাপারে খবর নিয়ে জানা গেল রাজ্য সরকারের পর্যটত দপ্তর থেকে প্যারাগ্লাইডিং সার্ভিসের জন্য যে তিনজন স্থানীয় যুবককে নিযুক্ত করা হয়েছে তাদের অনীহা এবং গাফিলতির কারণেই জম্পুই পাহাড়ে মুখ থুবরে পড়েছে প্যারাগ্লাইডিং সার্ভিস।অথচ এই তিনজন স্থানীয় যুবককেই গাইড হিসাবে নিয়মিত রাজ্য সরকারের পর্যটন দপ্তর থেকে নাকি মাসিক বেতন দেওয়া হচ্ছে।প্যারাগ- লাইডিংয়ের মাধ্যমে পর্যটকদের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ভ্রমণ এবং সহজে হাল্কা মাল পরিবহণ কীভাবে করা হবে তার ট্রেনিং দিয়ে আনা হয়েছিল ওই তিন স্থানীয় যুবককে।ওই তিন যুবককে গাইড হিসাবে নিযুক্ত দেওয়ার জন্য সরকারী খরচে হিমালয় প্রদেশে নিয়ে গিয়ে তিন মাস ট্রেনিং করিয়ে আনা হয়েছিল। কিন্তু এই গাইডদের গাফিলতি এবং পর্যটন দপ্তরের দায়ছাড়া মনোভাবের কারণে জম্পুই পাহাড়ে প্যারাগ্লাইডিং বন্ধ হয়ে গেছে। জম্পুই পাহাড়ের বেলেয়ানচিফ চূড়া থেকে কাঞ্চনপুর মহকুমার দশদা এলাকার বাগান বাড়িতে প্যারাগ্লাইডিংয়ে যাওয়া যেতো। জম্পুই পাহাড়ের বেলেয়ানচিফ থেকে কাঞ্চনপুর দশদা বাগানবাড়িতে সড়ক পথে পৌঁছাতে তিন ঘণ্টা সময় লাগে সেখানে প্যারাগ্লাইডিংয়ের মাধ্যমে সতেরো মিনিটে পৌঁছা যায়।জম্পুই পাহাড়ে পর্যটকদের মনোরঞ্জন এবং এই পাহাড় থেকে অন্য পাহাড়ে প্যারাগ্লাইডিংয়ের মাধ্যমে ভ্রমণ পর্যটকদের মধ্যে প্রচন্ড আকর্ষণ ছিল ফলে প্যারাগ্লাইডিংয়ের টানে পর্যটকরা ভিড় করতো কিন্তু কয়েক মাস সার্ভিস থাকার পর জম্পুই পাহাড়ে প্যারাগ্ললাইডিং সার্ভিস পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কিন্তু সরকারীভাবে যে প্যারাগ্লাইডিং যে বন্ধ তা এখনও ঘোষণা করা হয়নি।ফলে পর্যটকরা বিভ্রান্ত হয়ে ক্ষোভ প্রকাশ করে।
এদিকে জম্পুই ইডেন লজে কর্মী স্বল্পতায় পরিষেবা তলানিতে এসে পড়েছে।পর্যটকদের থাকার রুমগুলিতে অপরিচ্ছন্নতার অভাব। তাছাড়া জল নেই।জম্পুই পাহাড়ের ইডেন টুরিস্ট লজে জল সংকট দেখা দিয়েছে।পর্যটকরা প্রয়োজনীয় স্নান করার জল পাচ্ছে না। মোটর দিয়ে যেখান থেকে জল তোলার উৎস ছিল সেগুলি শুকিয়ে যাওয়ায় বিপত্তি দেখা দিয়েছে। ক্রমে ইডেন টুরিস্ট লজের গরিমা হারাচ্ছে।