একেই বলে দায়িত্ব!!

 একেই বলে দায়িত্ব!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-২৬ এপ্রিল শুক্রবার দেশের দ্বিতীয় দফার ভোটে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনেও ভোট গ্রহণ করা হয়েছে। এদিন ৫৭ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের ৩৩ নম্বর ভোট কেন্দ্রে নিজের দায়িত্ব ও কর্তব্য পালনের পাশাপাশি ভোট দিতে আসা এক মহিলার সন্তানকে কোলে নিয়ে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন মন্টু বোরো নামে এক সিআরপিএফ জওয়ান। এই ছবি সোশ্যাল মিডিয়ায় সহ সংবাদ মাধ্যমে ভাইরাল হতেই মন্টু বোরোর প্রশংসায় দেশ জুড়ে চর্চা শুরু হয়। তার এই মানবিক কাজের দৃষ্টান্ত তুলে ধরা হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। তাঁর এই কাজের জন্য রাজ্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিআরপিএর পক্ষ থেকে ভোটের নিরাপত্তার দায়িত্বে থাকা ওই সিআরপিএফ জওয়ানকে শনিবার সংবর্ধনা প্রদান করা হয়। উত্তর জেলার জেলা শাসকের কনফারেন্স হলে উত্তর জেলা পুলিশের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন জেলা পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী। সঙ্গে ছিলেন সিআরপিএফ এর ১২৪ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট মুকেশ ত্যাগী সহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডার্লং, ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা সহ ওই দিন ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা সকল সিআরপিএফ জওয়ানরা।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.