আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা!!
অনলাইন প্রতিনিধি :-অন্যান্য বছরের ন্যায় এবছরও আগরতলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক স্রোত রঞ্জন খিসা, সাংবাদিক অরুন নাথ, সঞ্জীব দেব, সমীর পাল, চিত্রা রায়, ক্লাব সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সহ-সভাপতি সৈয়দ সাজ্জাদ আলী । এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা। সভায় সম্পাদকীয় প্রতিবেদন ও ক্লাবের আয় ব্যয়ের হিসাব পেশ করেন প্রেসক্লাবের সম্পাদক রমাকান্ত দে। এদিন এই সম্পাদকীয় প্রতিবেদন ও আয় ব্যয়ের উপর আলোচনা হয়।