নির্বাচনি টুকিটাকি!!
অনলাইন প্রতিনিধি :-২ দফায় ভোট মহিলা প্রার্থী ৮%:-দুই দফায় লোকসভা নির্বাচন ইতোমধ্যেই হয়ে গেছে।এতে মোট ১৯০টি আসনের ভোট হয়ে গেছে। এর মধ্যে মহিলা প্রার্থী ছিল মাত্র ৮%।এ নিয়ে প্রশ্ন উঠেছে আদৌ রাজনৈতিক দলগুলি মহিলা ক্ষমতায়ন চায় কি না। সংসদে বিশেষ অধিবেশন ডেকে মহিলা বিল পাস হলো অথচ সব দলই মহিলাদের প্রতিনিধি করার ক্ষেত্রে কৃপণতা দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিজেপির ইস্তাহার ইতিবাচক, কংগ্রেসের ইস্তাহারে বিভাজন: রাজনাথ:-বিজেপি যে ইস্তাহার প্রকাশ করেছে তাতে বিকশিত ভারতের ছাপ স্পষ্ট। অন্যদিকে কংগ্রেস যে ইস্তাহার প্রকাশ করছে তাতে বিভাজন স্পষ্ট।বক্তা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার অভিযোগ, কংগ্রেস তার দীর্ঘ শাসনে দেশ থেকে গরিবি দূর করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে রাজনাথ দাবি করেন, গত ৮-৯ বছরে দেশের ২৫ কোটি মানুষকে গরিবি সীমা থেকে বাইরে এনেছেন মোদি।
চন্দ্রবাবুর প্রতিশ্রুতি অবাস্তব: জগনমোহন:-অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি রবিবার বলেছেন,টিডিপি রাজ্যে যে প্রকল্পগুলির কথা বলছে তাতে বাস্তবের সাথে অমিল। এগুলিকে বাস্তবায়িত করা এককথায় অসম্ভব।টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু যে প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটের বাজারে তা বাস্তবায়িত করা তার পক্ষে সম্ভব কি এই প্রশ্ন করছেন জগনমোহন।
৩য় দফায় উ:প্রদেশে একটি
আসনও পাবে না বিজেপি: অখিলেশ:-বিজেপিকে আক্রমণের ঝাঁঝ আরও তীব্র করলেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব। তৃতীয় দফায় আগামী ৭ মে ১০টি আসনে ভোট হবে।এই ১০টি আসনের একটিও বিজেপি পাবে না বলে দাবি অখিলেশের। শ্রীযাদবের মতে, বিজেপি হাওয়া বুঝতে পারছে না। তারা মানুষকে না বুঝতে পেরেই ৪০০ পারের স্লোগান তুলছে।
চেয়ারকে অবমাননা করছেন মোদি
অভিষেক সিংভি:-কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি রবিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ তার চেয়ারের অবমাননা করছেন। সম্প্রতি রাজস্থানে ভোটের প্রচারে মুসলিম, মঙ্গলসূত্র,অনুপ্রবেশকারী ইত্যাদি নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তা প্রধানমন্ত্রীর মতো চেয়ারে বসে তাকে শোভা দেয় না বলে মন্তব্য করেছেন শ্রীসিংভি। তার মতে, বিজেপি দেশে প্রতিহিংসার রাজনীতি, রাজনীতিতে অর্থ, এজেন্সিগুলির অপব্যবহারের মতো বিষয়গুলিকে এদেশে প্রতিষ্ঠা করেছে। গত ৭৫ বছরে কোনও প্রধানমন্ত্রী এতটা ‘মিথ্যা প্রচার’ করেননি যতটা মোদি করছেন।
রমেশের জবাব মোদিকে:-
রাহুল গান্ধীকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, রাহুল দেশের রাজা, মহারাজাদের অপমান করেন কিন্তু নবাব, নিজমি, সুলতান, বাদশাহদের নির্যাতন নিয়ে একটি কথাও বলে না।এটা হচ্ছে তোষণের রাজনীতি।পাল্টা মোদিকে এদিন দিয়েছেন জয়রাম রমেশ।শ্রীরমেশ এদিন বলেছেন, মোদি রাহুলের সব বক্তব্যকে বিকৃত করেন এবং সবকিছুতেই হিন্দু-মুসলিম খুঁজেন। তিনি প্রতিদিনই তার সীমা ছাড়াচ্ছেন। তার প্রতিটি বক্তব্য লজ্জার।
দিল্লী কংগ্রেসের মুখিয়ার ইস্তফা:-
লোকসভা ভোট চলাকালীন দিল্লী প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দিলেন অরবিন্দ সিং লাভলি।তিনি এদিন জানান, তিনি শুধু পদত্যাগই করেছেন।তবে কোনও দলে যোগ দিচ্ছে না।তবে কংগ্রেস সূত্রে খবর, বিজেপি তাকে পূর্ব দিল্লী আসনে প্রার্থী হতে টোপ দিয়েছে।