গরুর দুধেও বার্ড ফ্লু!!
অনলাইন প্রতিনিধি:-কয়েকদিন ধরে বার্ড ফ্লু নিয়ে উদ্বেগের পরিস্থিতি ছড়িয়েছে একাধিক রাজ্যে। এতদিন বার্ড ফ্লু শুধু পাখির শরীরেই হতো বলে শোনা গিয়েছে কিন্তু সম্প্রতি গরুর দুধেও বার্ড ফ্লু-এর ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।আর তার পর থেকেই কপালে চিন্তার ভাজ।স্বাস্থ্যমন্ত্রক সুত্রে দাবি, ‘মনিটরিং’ চালানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণেই। বিভিন্ন রাজ্যে সোয়াইন ফ্লু নিয়ে কাজ করা স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ নিশ্চিত করতে বলা হয়েছে।