দহন জ্বালায় স্বস্তির খবর ১লা মে থেকে ভারী বৃষ্টি রাজ্যে!!
অনলাইন প্রতিনিধি :-অবশেষে তীব্র দহনে স্বস্তির খবর শুনাল আবহাওয়া দপ্তর।আবহাওয়া দপ্তর জানিয়েছে,আগামী পয়লা মে থেকে রাজ্য জুড়ে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে।১লা মে থেকে ২রা মে পর্যন্ত রাজ্যের উত্তর, ঊনকোটি,ধলাই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে।এছাড়াও ২রা মে থেকে ৩রা মে পর্যন্ত দক্ষিণ, সিপাহিজলা সহ প্রায় সবজেলাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।এছাড়াও এই সময়ে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে।অন্যান্য জেলায়ও ৪ মে পর্যন্ত ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এমর্মে সব মহলকে সতর্ক থাকতেও বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তীব্র দহনে এই স্বস্তির খবর সোমবার তাদের বুলেটিনে জানিয়েছে আবহাওয়া অফিস।এদিকে সোমবারও দহন জ্বালা অব্যাহত রয়েছে। দিনের বেলায় এদিন কড়া রোদে বেরোনোই দায় হয়ে দাঁড়িয়েছিলো।এদিনও পারদ ছিল ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের চেয়ে ৫.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা এদিন দাঁড়ায় ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।যা ছিল রেকর্ড বৃদ্ধি।স্বাভাবিকের চেয়ে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। ফলত এদিন দিনের বেলায় তাপমাত্রার অনুভূতি বিকেলে গিয়ে ৪৫/৪৬ ডিগ্রি সেলসিয়াসের মতো। আগামীকাল গরমের এই প্রকোপ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে দুই দফায় শিক্ষা দপ্তর স্কুলের ছুটি বৃদ্ধি করে, নিশ্চিত হতে পারছে না তাপাদহের এই আবহ কতদিন বজায় থাকে।এই তীব্র গরমে ছাত্রছাত্রীদের স্কুলে আনা কতটা যুক্তিসঙ্গত হবে তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে শিক্ষা দপ্তর।স্কুলের গরমের ছুটি শুরু হচ্ছে আগামী ১৭ মে থেকে।গ্রীষ্মের ছুটি এগিয়ে আনা যায় কি না এ নিয়ে আজ শিক্ষা ভবনে আধিকারিকরা নিজেদের মধ্যে প্রাথমিক আলোচনা করেছেন বলে সংবাদ।তবে সমস্ত বিষয়টি নির্ভর করছে গরমের এই তীব্রতা কতটা বজায় থাকে।