কেজরি কথন!!

 কেজরি কথন!!
এই খবর শেয়ার করুন (Share this news)

আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল যেন আহত বাঘ।আহত বাঘ আ যেমন ভয়ঙ্কর,তেমনি কেজরিওয়ালকেও ভয়ঙ্কর দেখাচ্ছে।২৪ ঘন্টা আগে সুপ্রিম কোর্টের নির্দেশে আপ নেতা ইডি কেসে ধৃত কেজরিওয়াল তিহার জেল থেকে মুক্ত হবার পর গতকাল শুক্রবার রাতে দেশ থেকে তানাশাহী মুক্ত করার ডাক দিয়েছিলেন।শনিবার কেজরিওয়াল বিজেপির অন্দরে আগুন লাগানোর কাজটি করলেন।বিজেপির অন্দরের বিষয় প্রকাশ্যে এনে মোদি-অমিত শাহের ভেতরও দ্বন্দ্ব লাগানোর কাজটি করে গেলেন শনিবার কেজরিওয়াল।সত্যি ভয়ঙ্কর দেখাচ্ছে কেজরিকে।ইডি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কেজরিওয়াল গত ২২ মার্চ। লোকসভা ভোট তখন ঘোষণা হয়ে গেছে।দিল্লী মদ কেলেঙ্কারির দায়েই ইডি তাকে গ্রেপ্তার করেন।এর আগে এই মামলাতেই মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন সহ একাধিক আপ নেতা গ্রেপ্তার হন। গ্রেপ্তার হন আপ রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। ৬ মাস পর গত প্রায় মাসখানেক আগে তিহার জেল থেকেই মুক্তি পান সঞ্জয় সিং।সঞ্জয় সিং মুক্তি পেয়েও রাজকীয় অভ্যর্থনা পেয়েছিলেন। এবার কেজরিওয়ালের ক্ষেত্রেও আরও বড় ধরনের রাজকীয় অভ্যর্থনা হল দিল্লীতে। শনিবার কথা ছিল সাংবাদিক সম্মেলন করবেন আপ নেতা ও মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। এর আগে হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন কেজরিওয়াল।সাংবাদিক সম্মেলন নয়।এ দিন কেজরিওয়াল যেন জনসভায় ভাষণ দিয়েছেন।কেজরিওয়ালের জামিনে এক নিমেষে বিরোধী ইন্ডিয়া জোট দারুণ টনিক পেয়ে যায়। এবার ইন্ডিয়া জোট স্বপ্ন দেখতে শুরু করেছে তাহলে জেএমএম নেতা হেমন্ত শোরেন জামিন পাবেন না কেন?
কেজরিওয়াল জামিনে মুক্ত হয়েছেন শর্তাধীন।শুধু ভোটের প্রচারের জন্য তাকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। এ জন্য একুশ দিন সময় রয়েছে তার কাছে। অর্থাৎ ১ জুন লোকসভার শেষ দফা ভোট পর্যন্ত তার জামিনের মেয়াদ। ২ জুন তাকে সারেন্ডার করতে হবে।কেজরিওয়াল বলছেন,তিনি জেলে থাকুন বা বাইরে থাকুন- এবার মোদি ফিরছেন না। বিজেপি পরাজিত হচ্ছে, ইন্ডিয়ার সরকার হবে দেশে।
আক্রমণের ধার তেজি করে আজও বাঘের মতো কেজরিওয়াল শনিবার বিজেপির ঘরে আগুন লাগানোর কাজটি করেছেন। একে একে বিজেপির প্ল্যান এসেছে কেজরিওয়ালের মুখ থেকে।কেজরিওয়াল বলেছেন, বিজেপির টার্গেট ওয়ান ন্যাশন, ওয়ান লিডার। এ জন্যই কেজরিওয়াল, হেমন্ত শোরেন, মণীশ সিসোদিয়াদের জেলে পোরা হয়েছে। তিনি বাতলে দিয়েছেন যদি কোনও কারণে বিজেপি ফের ক্ষমতায় আসে তাহলে মমতা ব্যানার্জিকে জেলে পোরবেন মোদি।
অন্যদিকে বিজেপির অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে এনে বিজেপির ঘরে আগুন লাগাতে চেয়েছেন এ দিন তিনি।কেজরিওয়ালের মতে বিজেপি তথা নরেন্দ্র মোদি-অমিত শাহরা বসুন্ধরা রাজে, লালকৃষ্ণ আদবানী, মুরলী মনোহর যোশী, শিবরাজ সিং চৌহান, সুমিত্রা মহাজনদের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিয়েছে।নির্বাচন জিতে এসে এরপর মোদি-শাহদের টার্গেট যোগী আদিত্যনাথ। কেজরি দাবি করেছেন- ক্ষমতায় যদি মোদি-শাহরা এসেও যান ধরে নেওয়া যায় তর্কের খাতিরে তাহলে প্রথম বলি হবেন যোগী আদিত্যনাথ।এভাবেই বিজেপির দ্বন্দ্ব ঘেঁটে তাদের ঘরেই আগুন লাগানোর কাজটি -এ দিন সুনিপুণভাবে করেছেন কেজরিওয়াল।শুধু তাই নয়, কেজরির মতে, মোদির গ্যারান্টিরই বা কী হবে।কেন না,চলতি বছরই মোদি ৭৫ বছরে পা দেবেন। তাহলে তো তার রিটায়ার হবার কথা।সুতরাং যদি মোদি ফিরেও আসেন তাহলে তো তিনি রিটায়ার করবেন। তাহলে তার উত্তরসূরী কী শাহ হবেন?তাহলে মোদির গ্যারান্টির কী হবে?শাহ কীভাবে মোদির গ্যারান্টি পূরণ করবেন? কেজরিওয়ালের হুঙ্কার- দিল্লীর ৭ আসন এবার চাই। ঘর ঘর প্রচার হবে দিল্লীতে। শুধু দিল্লী নয় কেজরি এবার বিজেপির বাড়া ভাতে ছাই দিতে যাবেন পাঞ্জাব এবং হরিয়ানাতেও প্রচারে।যে হরিয়ানাতে বিজেপির আসন ইতিমধ্যেই টলমল করছে। তাই বলা যায়,১ জুন পর্যন্ত বিজেপি কীভাবে এবার কেজরিওয়ালের মতো আহত বাঘকে সামাল দেবে তাই হবে এ মুহূর্তে রাজনীতিতে সবচেয়ে বড় চর্চার বিষয়।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.