মতি’কে রেডিও কলার পরানোর অভিযান!!

 মতি’কে রেডিও কলার পরানোর অভিযান!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় বন্য হাতির আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য দাবী উঠে আসছে দীর্ঘদিন যাবৎ। বিগত দিনে তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর, মাইগঙ্গা কপালি বস্তি সহ বিভিন্ন এলাকায় বন্য হাতির আক্রমণে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে। নষ্ট হয়েছে মানুষের বাড়িঘর সহ ফসল ইত্যাদি। এর থেকে স্থায়ী সমাধানের জন্য বিভিন্ন ধরনের আন্দোলন করা হয় ডেপুটেশন দেওয়া হয় এলাকাবাসীর তরফ থেকে। কিন্তু বাস্তবে এর বিরুদ্ধে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।
অবশেষে রবিবার হাতির আক্রমণ থেকে মানুষকে নিস্তার দিতে প্রায় বছর পুরনো ব্যর্থ উদ্যোগ পুনরায় নিতে দেখা গেল দপ্তর’কে। হাতির দলের মধ্যে বেশি আক্রমনাত্মক মতি নামের একটি হাতি রয়েছে বলে জানা গেছে। এই মতির আক্রমণের স্বীকার হয়ে প্রাণ হানীও হয়েছে বলে খবর। এই আক্রমণাত্মক মতিকে রেডিও কলার পরানোর অভিযানে নামে ববনদপ্তরের এক বিশাল টিম। বলে রাখা ভালো, প্রায় বছর পূর্বে এই ধরনের এক অভিযানের মধ্য দিয়ে একটি হাতির মধ্যে রেডিও কলার লাগানো হয়েছিল এবং একটি হাতিতেই সীমাবদ্ধ থেকে যায় এই অভিযান। আবার প্রায় বছর পর রেডিও কলার লাগানোর মনোভাবের সঞ্চার বন দপ্তরের কর্তাবাবুদের মধ্যে। সেটা কি লোক দেখানো, নাকি বাস্তবেই এই বছর পুরনো ব্যর্থ উদ্যোগকে পুনর্জীবিত করে হাতির আক্রমণ থেকে সাধারণ মানুষকে রক্ষা করা সম্ভব হবে; এইটা বলা যাবে শুধুমাত্র সঠিক সময়ে। আঠারমুড়া জংগল থেকে শুরু করে, ডি এম কলোনি, কৃষ্ণপুর উত্তর মহারাণীপুর সহ বিস্তির্ণ এলাকায় এই টিম চসে বেরাচ্ছে মতিকে রেডিও কলার পরানোর জন্য। রবিবার ভোর থেকেই শুরু হয় এই অভিযান। যতক্ষন না পর্যন্ত এ কাজ সফল হয় ততক্ষন চলবে তাদের এই অভিযান বলে জানান বন দপ্তরের আধিকারিক সহ অভিযানের প্রতিনিধিগন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.