অন্তর্জলী যাত্রার পথে ছবিমুড়া!!

 অন্তর্জলী যাত্রার পথে ছবিমুড়া!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-অন্তর্জলী যাত্রার পথে রাজ্যের অন্যতম বৃহত্তম পর্যটন কেন্দ্র ও দেশ বিদেশের পর্যটকদের নিকট আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ছবিমুড়া । রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র ছবিমূড়া পর্যটন কেন্দ্রের পাদদেশ রাধুর খামার জুড়ে বেড়া পড়েছে। ফলে ছবিমূড়া পর্যটন কেন্দ্র ভ্রমণে আসা পর্যটকরা চুড়ান্ত  দুর্ভোগের শিকার হলেও রাজ্যে পর্যটন দপ্তরের কর্মকর্তাদের এবং মহকুমা প্রশাসনের কর্মকর্তাদের কোন প্রকার কার্যকরী ভূমিকা নেই। নীরব দর্শকের ভূমিকা পালন করে চলছেন ছবিমূড়া পর্যটন কেন্দ্র পরিচালনায় যুক্ত স্বসহায়ক গোষ্ঠীর কর্মকর্তারা। 
নেতা মন্ত্রী আমলারা ব্যস্ত রাজ্যের ও বহিরাজ্যের নির্বাচন নিয়ে। আর এই ডামাডোলের মধ্যেই ছবিমূড়া পর্যটন কেন্দ্রের পাদদেশ রাধুর খামারের বিস্তীর্ন এলাকাটিকে নিজেদের পৈতৃক জোত ভূমি দাবি করে দেববাড়ি ভিলেজের বাসিন্দা জনৈক রজ মোহন জমাতিয়ার পুত্র মন্ত্রী কুমার জমাতিয়া ছবিমূড়া পর্যটন কেন্দ্রের কোটি কোটি টাকার নির্মান সহ রাধুর খামারের মাঝ বরাবর বেড়া লাগিয়ে দিয়েছেন। ওই বেড়া লাগানোর ফলে ছবিমূড়া পর্যটন কেন্দ্র ভ্রমণের নৌকায় উঠার পাকা সিঁড়ি ব্যবহারের ক্ষেত্রে, মন্দিরে যাতায়াতের রাস্তা ব্যবহারের ক্ষেত্রে,জল খাবারের দোকানে, এমনকি পানীয়জল সংগ্রহ করার যাতায়াতের ক্ষেত্রে বাঁধার সম্মুখীন পর্যটক সহ সকল অংশের ভ্রমণ পিপাসু পিকনিক প্রেমীরা। বিগত একমাস যাবত রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র ছবিমূড়ায় আগত পর্যটকদের ওই ধরনের অব্যবস্হা ও বিরক্তিকর পরিস্থিতির সামনা করতে হলেও মুখে কুলুপ এটেছেন পর্যটনের সাথে যুক্ত সংশ্লিষ্ট সকলেই।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.