মুম্বইয়ে হোর্ডিং ভেঙে মৃ*ত্যু মিছিল বেড়ে ১৪!!
অনলাইন প্রতিনিধি :-ভয়ংকর ধুলোঝড়ে বিপর্যস্ত মুম্বই। সোমবার বিকেলের দমকা হাওয়ায় পরিত্রাহি অবস্থা হয় বাণিজ্যনগরীর বাসিন্দাদের। প্রবল ঝড়ের দাপটে ঘাটকোপর এলাকায় ভেঙে পড়ে একটি বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড। এর ফলে প্বার্শবর্তী এলাকার অনেকেই চাপা পড়েন ১০০ ফুট বিলবোর্ডের তলায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এবং আহতের সংখ্যা ৭০ এর অধিক ছাড়িয়েছে। আরো জানা গেছে অবৈধ ভাবেই ওই বিশাল বিলবোর্ড লাগিয়েছিল একটি সংস্থা। মুম্বই কর্পোরেশন থেকে নো অবজেকশন সার্টিফিকেটের কোনো ছাড়পত্রই দেওয়া হয়নি উক্ত সংস্থাকে।