৬ মাস ধরে বন্ধ পেট্রোল পাম্প, দুর্ভোগ!!

 ৬ মাস ধরে বন্ধ পেট্রোল পাম্প, দুর্ভোগ!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-পেট্রোপন্যের জন্য আট কিলোমিটার পথ পাড়ি দেওয়া বা কালো বাজার থেকে ভেজাল পেট্রোপণ্য কেনার যন্ত্রণা আবার ফিরে এল কমলপুর মহকুমা সদরের যানবাহন চালক ও মালিকদের জন্য । রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কমলপুর মহকুমা সদরে চালু হয়েছিল এস এস কে পেট্রোলিয়াম । মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন । নানা অভিযোগ এবং সমস্যা থাকলেও প্রায় সাত হাজার যানবাহনের চালক ও মালিক নিজেদের প্রয়োজনীয় পেট্রোল ডিজেলের চাহিদা মেটাতে পারছিলেন ঢিল ছোড়া দূরত্বে । কিন্তু গত ছয় মাস ধরে বন্ধ সেই এস এস কে পেট্রোলিয়াম । এতে বেজায় সমস্যায় পড়েছেন মানুষ । যাতায়াতে ৮ কিলোমিটার দূরের হালহালিতে গিয়ে আনতে হচ্ছে পেট্রোল, ডিজেল । অথবা চড়া দামে কালো বাজার থেকে কিনতে হচ্ছে ভেজাল পেট্রোপণ্য । এতে গাড়ির যেমন ক্ষতি হচ্ছে তেমনি বেরিয়ে যাচ্ছে হিসাবের অনেক বেশি টাকা । এই বিষয়ে ভারতীয় মজদুর সংঘের কমলপুর সভাপতি সুদীপ ঘোষ জানান এই পেট্রোল পাম্পটি বন্ধ থাকায় আর্থিকভাবে ব্যাপক ক্ষতি হচ্ছে। পাশাপাশি অতিসত্বর এই পেট্রোল পাম্পটি পুনরায় চালুর দাবি জানান তিনি

কিন্তু এই বিষয়ে কি করছে জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দফতর ? খাদ্য দফতরের মহকুমার ভারপ্রাপ্ত আধিকারিক জানালেন, তিনি মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান যে আর্থিক সংকটের কারণে তারা ফুয়েল স্টেশন বন্ধ রেখেছেন । এক দুই মাসের মধ্যে চালু করবেন । এই বিষয়টি তিনি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে । তবে এক দুই মাস অতিক্রম করে ৬ মাস হতে চলল। এই ক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছে দফতর সে বিষয় তিনি কৌশলে এড়িয়ে যান ।
বাইট ২- 1;19

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.